এক আইনজীবীকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠল এক দল দুষ্কৃতীর বিরুদ্ধে। শুধু তা-ই নয়, ওই ঘটনায় মূল অভিযুক্তকে ধরতে গিয়ে তার সঙ্গীদের হাতে আক্রান্ত হল পুলিশই। পুরো ঘটনার পরিপ্রেক্ষিতে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত-সহ ছ’জনকে। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে নেতাজিনগর থানা এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নেতাজিনগরের চার নম্বর কলোনির বাসিন্দা, পেশায়আইনজীবী দীপায়ন ঘোষকে প্রথমে ফোনে হুমকি দেয় জয়ন্ত ঘোষ নামে এক ব্যক্তি। এর পরে ওই আইনজীবীর বাড়ির সামনে উপস্থিত হয়ে আগ্নেয়াস্ত্রদেখিয়ে তাঁকে হুমকি দিতে শুরু করে সে। জয়ন্তের সঙ্গে ছিল তার সঙ্গীরা। কিছু ক্ষণ পরে তারা চলে যায়। ঘটনার পরে ওইরাতেই থানায় বিষয়টি জানান দীপায়ন।
পুলিশ সূত্রের খবর, অভিযোগ পেয়ে থানার অফিসারেরা জয়ন্তকে ধরতে যান। কিন্তু অভিযোগ, ওই আইনজীবীর বাড়ি থেকে কিছুটা দূরে রাস্তায় জয়ন্ত ও তার সঙ্গীরা কর্তব্যরত পুলিশকর্মীদের হেনস্থা করে। ঘটনাস্থল থেকে তিন জনকে পুলিশ আটক করলেও জয়ন্ত-সহ কয়েক জন সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে যায়।
এর পরেতদন্তকারীরা জানতে পারেন, জয়ন্ত রয়েছে বাঘা যতীন স্টেট জেনারেল হাসপাতালে। সেখানে তাকে ধরতে গেলে অভিযুক্তসার্জিকাল কাঁচি নিয়ে পুলিশ অফিসারদের উপরে অতর্কিতে হামলা চালায় বলে অভিযোগ। তাতে এক জনপুলিশকর্মী জখম হন। শেষমেশ অবশ্য জয়ন্তকে গ্রেফতার করতে সমর্থ হয় পুলিশ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)