Advertisement
০৫ মে ২০২৪

তৃণমূল কর্মীর পা কেটে নেওয়ার ঘটনায় ২২ দিন পর ধৃত ১

শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে নিজের দু’পা খোয়াতে হয়েছিল ট্যাংরার তৃণমূল কর্মী রাহুল রায়কে। এই ঘটনার ২২ দিন পরে গ্রেফতার হলেন এক অভিযুক্ত।

হাসপাতালে রাহুল রায়। — ফাইল চিত্র ।

হাসপাতালে রাহুল রায়। — ফাইল চিত্র ।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০১৬ ১৫:৫৬
Share: Save:

শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে নিজের দু’পা খোয়াতে হয়েছিল ট্যাংরার তৃণমূল কর্মী রাহুল রায়কে। এই ঘটনার ২২ দিন পরে গ্রেফতার হলেন এক অভিযুক্ত।

পুলিশ সূত্রে খবর, শনিবার ২ মার্চ রাত ১২টা ৫০ মিনিট নাগাদ ডিসি দে রোডের বাড়ি থেকে গ্রেফতার করা হয় বিজয় রাণাকে। রাহুলের পরিবারের তরফ থেকে থানায় যে ১২ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল, বিজয় তাঁদের মধ্যে একজন। ঘটনার পর থেকেই এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছিলেন অভিযুক্তরা। শনিবার রাতে লুকিয়ে নিজের বাড়িতে পরিজনদের সঙ্গে দেখা করতে এসেছিলেন বিজয়। তখনই পুলিশ তাঁকে গ্রেফতার করেন।

রাহুলের ও তাঁর পরিবার থানায় অভিযোগ জানায়, ১২ মার্চ নিজের বাড়ি থেকে বেরোনোর সময় তাঁকে মারধোর করে স্থানীয় তৃণমূল নেতা প্রদীপ গুহ ও তাঁর দলবল। তাঁরাই রাহুলের মাথায় বাঁশ দিয়ে মারে ও চপার দিয়ে দু’পা কেটে নেয়। রক্তাক্ত অবস্থায় রাহুল পড়ে থাকে শিয়ালদহ এক নম্বর রেলব্রিজে।

আরও পড়ুন:

‘আমাকে লাইনে ফেলে দু’পা কেটে দিল ওরা’

কেটে গিয়েছে ২২ দিন। এখনও পুরোপুরি সুস্থ নয় রাহুল। তবে, অপরাধীদের একজন ধরা পড়েছে, এটা জেনে কিছুটা স্বস্তি পাবেন। এ দিন এমনটাই জানালেন রাহুলের ভাই রামা রায়। রাহুলের মা সোনিয়া রায় বলেন, ‘‘মাত্র একজনকে পুলিশ গ্রেফতার করেছ। আমি চাই যারা আমার ছেলের এত বড় সর্বনাশ করলো, তারা যেন প্রত্যেকে শাস্তি পায়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE