একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের দু’দল ছাত্রের মধ্যে সংর্ঘষে ছুরিবিদ্ধ হল এক ছাত্র। সোমবার সন্ধ্যায়, বেলুড় ডন বস্কো মোড়ের কাছে জিটি রোডে। আহত শুভম শেখর আশঙ্কজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। তিনি ওই এলাকার এক বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।
স্থানীয় সূত্রে খবর, দুপুর থেকেই ওই ইঞ্জিনিয়ারিং কলেজের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বর্ষের ছাত্রদের মধ্যে কোনও দ্বিতীয় বর্ষের ছাত্রকে র্যাগিং করা নিয়ে বিতর্ক বিবাদ চলছিল। সন্ধ্যায় এক দ্বিতীয় বর্ষের ছাত্রকে জিটি রোডে একা পেয়ে কয়েক জন তৃতীয় বর্ষের ছাত্র মারধর করার ঘটনায় বিবাদ সংঘর্ষের আকার নেয়। পুলিশ জানায়, ওই সময় ছাত্রদের মধ্যে ব্যাপক মারপিট ও ইট বৃষ্টি চলে। এলাকায় উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামলাতে পুলিশ বাহিনী পৌঁছে চার জন ছাত্রকে আটক করে থানায় নিয়ে যায়। ঘটনার পরে কলেজ কতৃর্পক্ষ দরজায় তালা দিয়ে দেন। তাঁদের সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁরা এ নিয়ে কথা বলতে চাননি। রাত পর্যন্ত এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।