কলকাতা মেট্রোর সম্প্রসারণের কৃতিত্ব নিয়ে দড়ি টানাটানি অব্যাহত। তার মধ্যেই মেট্রো স্টেশনের নামকরণ রাজ্যের প্রাক্তন ক্রীড়া ও পরিবহণমন্ত্রী প্রয়াত সুভাষ চক্রবর্তীর নামে করার দাবি জানাচ্ছেন সিপিএমের ছাত্র-যুব কর্মীদের একাংশ। এই বিষয়ে তাঁদের আপত্তি নেই বলে জানিয়েছেন বিজেপি-র রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও। যদিও এই দাবির তীব্র বিরোধিতা করেছে তৃণমূল কংগ্রেস।
কলকাতা মেট্রোর তিনটি নতুন সম্প্রসারিত পথের উদ্বোধন করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর পরেই ইস্ট-ওয়েস্ট মেট্রোর সল্টলেক স্টেডিয়াম স্টেশন প্রাক্তন মন্ত্রী সুভাষের নামে করার দাবিতে সমাজমাধ্যমে সরব হয়েছেন এসএফআইয়ের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য, সিপিএম নেতা ময়ূখ বিশ্বাস-সহ অনেকেই। সৃজন রবিবার বলেছেন, “এশিয়ার বৃহত্তম স্টেডিয়াম যুবভারতী ক্রীড়াঙ্গনের রূপকার সুভাষ চক্রবর্তী। তাই ওঁর স্মরণে এই স্টেশনের নামকরণের দাবি প্রতিটি ক্রীড়াপ্রেমীর হওয়া উচিত। তৃণমূল ইতিহাসটা ভুলিয়ে দিতে চাইছে।” বিজেপির রাজ্য সভাপতি শমীকের বক্তব্য, “আমরা অস্পৃশ্যতার রাজনীতি করি না। নিউটাউন জ্যোতি বসুর নামে করার সময়েও বিরোধিতা করিনি। কিন্তু এই সব ক্ষেত্রে রাজ্যকে প্রস্তাব দিতে হয়। সেটা দিলে কেন্দ্র ভেবে দেখতে পারে। আমরাও চাই শিয়ালদহ স্টেশন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে হোক।”
যদিও তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের পাল্টা বক্তব্য, “রাজীব গান্ধীর দেওয়া টাকায় আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের জন্য যুবভারতী ক্রীড়াঙ্গন হয়েছিল। এর সঙ্গে সুভাষবাবুর সম্পর্ক নেই। উনি ‘হোপ ৮৬’ করেছিলেন। তাই ওঁর নামে স্টেশনের নামকরণ করা যায় না।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)