অর্থলগ্নি সংস্থা রোজ় ভ্যালির আমানতকারীদের টাকা ফেরানোর জন্য গঠিত ‘অ্যাসেট ডিসপোজ়াল কমিটি’ (এডিসি)-র ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলির ফরেন্সিক অডিট করতে পারবে না রাজ্যের অর্থ দফতরও। মঙ্গলবার রাজ্যের আইনজীবী জানান, ওই অডিট করার উপযুক্ত পরিকাঠামো ও দক্ষতা অর্থ দফতরের নেই। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ ও বিচারপতি উদয় কুমারের পর্যবেক্ষণ, ফরেন্সিক অডিট করতে অনিচ্ছুক রাজ্য ও কেন্দ্রের দফতরগুলি। কিন্তু বেসরকারি সংস্থাকে এই দায়িত্ব দিয়ে আমানতকারীদের অর্থ অডিটের পিছনে খরচে রাজি নয় কোর্ট।
ডিভিশন বেঞ্চের নির্দেশ, পরবর্তী শুনানির দিন ‘কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল’ (সিএজি)-এর কোনও উচ্চপদস্থ আধিকারিকের নেতৃত্বে অডিট করা যায় কিনা, সেই বিষয়টি আদালতকে জানাবেন কেন্দ্রের আইনজীবী। কাল, বৃহস্পতিবার মামলার পরবর্তী শুনানি।
প্রসঙ্গত, রোজ় ভ্যালির সম্পত্তি বাজেয়াপ্ত করে বিক্রির টাকা আমানতকারীদের ফেরতের জন্য কমিটি তৈরি করেছিল কোর্ট। সেই কমিটির খরচ নিয়ে প্রশ্ন ওঠায় ব্যাঙ্ক অ্যাকাউন্টের ফরেন্সিক অডিট করার কথা বলে আদালত। প্রথমে নিয়ন্ত্রক সংস্থা সেবি-কে নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। কিন্তু সেবি জানায়, তারা ফরেন্সিক অডিট করতে অপারগ। এর পরে সিএজি অডিট করতে পারবে কিনা, জানতে চেয়েছিল কোর্ট। কিন্তু, সিএজি-ও রাজি হয়নি। শেষে রাজ্য অর্থ দফতরের কাছে এ ব্যাপারে জানতে চেয়েছিল আদালত। সূত্রের খবর, ফরেন্সিক অডিটের বিষয়ে সিদ্ধান্ত না-হওয়ায় টাকা ফেরানো স্থগিত রেখেছে এডিসি। এই পরিস্থিতিতে অনেকে মনে করিয়ে দিচ্ছেন, সারদা, রোজ় ভ্যালি-সহ বিভিন্ন অর্থলগ্নি সংস্থার কেলেঙ্কারি ফাঁসের সময়ে ফরেন্সিক অডিট নিয়েও চর্চা শুরু হয়েছিল। সে সময়ে এ ব্যাপারে বিশেষজ্ঞ হিসাবে কেন্দ্রীয় সরকারের ‘সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিস’ (এসএফআইও)-এর নাম নিয়েও চর্চা হয়।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)