মরণোত্তর অঙ্গদানের মাধ্যমে এ রাজ্যে ফের ফুসফুস প্রতিস্থাপন হল। শনিবার রাতে মেডিকা সুপারস্পেশ্যালিটি হাসপাতালে ওই অস্ত্রোপচার হয়েছে। তবে এ বার ভিন্ রাজ্য থেকে উড়িয়ে আনা হয়েছে ফুসফুস। সূত্রের খবর, এ রাজ্যে ওই অঙ্গ প্রতিস্থাপন দ্বিতীয় বার হল। রিজিয়োন্যাল অর্গান অ্যান্ড টিসু ট্রান্সপ্লান্ট অর্গানাইজ়েশন (রোটো) সূত্রের খবর, ভুবনেশ্বরের বাসিন্দা বছর ৪৩-এর এক যুবক দুর্ঘটনায় গুরুতর জখম হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার তাঁর ব্রেন ডেথ হয়। ওই দিন রোটোর মাধ্যমে খবর পাওয়া মাত্র মেডিকার চিকিৎসকেরা ওড়িশা চলে যান। শনিবার রাতে ফুসফুস শহরে পৌঁছনোর পরে ১৪ বছরের এক কিশোরের শরীরে প্রতিস্থাপন করা হয়। দীর্ঘ দিন একমো সাপোর্টে রয়েছে ওই কিশোর। তবে তার বিষয়ে এখনই বিস্তারিত জানাতে রাজি নন হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের ভাইস চেয়ারম্যান তথা ইনস্টিটিউট অব কার্ডিয়াক সায়েন্সেসের প্রধান চিকিৎসক কুণাল সরকারের তত্ত্বাবধানে ওই প্রতিস্থাপন হয়েছে। সূত্রের খবর, আপাতত স্থিতিশীল ওই কিশোর। ২০২১ সালেও এই হাসপাতালেই প্রথম ফুসফুস প্রতিস্থাপন হয়।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)