বার কাউন্সিল অব ইন্ডিয়ার (বিসিসিআই) কাছে ঝুলে থাকা কলকাতা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের নথিভুক্তিকরণ অবশেষে সম্পন্ন হয়েছে। দীর্ঘ সাত বছর বিষয়টির জট পাকিয়ে ছিল। এই টালবাহানা এবং তার জেরে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পঠনপাঠনের শিক্ষাক্রমের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরির জন্য বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের পূর্বতন ডিন জ্যোতিন্দ্রকুমার দাসের দিকেই আঙুল উঠেছে।
কসবার ল কলেজে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠার পরেও তাঁর ভূমিকায় অখুশি বলে জানিয়েছিলেন অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত দে। তখনই কসবার কলেজের ঘটনা সংক্রান্ত পরিদর্শন কমিটি থেকে জ্যোতিন্দ্রকুমারকে সরানো হয়। তাঁর ডিনের মেয়াদও বাড়ানো হয়নি।
শান্তা এ দিন বলেন, “ডিন বিসিআইকে বকেয়া ৩৫ লক্ষ টাকা দিতে টালবাহানা করছিলেন। তা ছাড়া বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমের অনুমোদনও বাকি ছিল। অবশেষে সব মিটেছে।” প্রাক্তন ডিন বলেন, "এ নিয়ে কথা বলব না।" নতুন ডিন ইংরেজির অধ্যাপক সন্দীপ মণ্ডল, ইনস্পেক্টর অব কলেজেস দেবাশিস বিশ্বাস এবং হাই কোর্টের আইনজীবী চামা মুখোপাধ্যায় দিল্লি গিয়ে বিষয়টির নিষ্পত্তি করেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)