এক তরুণীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগে তিন যুবক গ্রেফতার হল। বৃহস্পতিবার রাতে, বেকবাগান থেকে। ধৃতদের নাম শেখ আহসান, মিসবা কামাল ও শাহিদ মল্লিক। পুলিশ জানায়, ওই দিন নিউ টাউন থেকে বাসে চেপে বেকবাগানে আসছিলেন শিলচরের বাসিন্দা ওই তরুণী। অভিযোগ, রাত ন’টা নাগাদ বাংলাদেশ হাইকমিশনের কাছে ফুটপাথে দাঁড়িয়ে থাকা কয়েক জন যুবকের ছোড়া ডিম ওই তরুণীর মুখে লাগে। তরুণী বাস থেকে নেমে ঘটনার প্রতিবাদ করতে গেলে তাঁকে কটূক্তি করা হয় বলে অভিযোগ। এমনকী ঘটনাস্থলে থাকা ওই তরুণীর কাকাকেও হেনস্থা করা হয়।