Advertisement
E-Paper

ক্রিকেট ঘিরে যানজট

কলকাতায় মরসুমের প্রথম আইপিএল ম্যাচ। তার জেরে বৃহস্পতিবার যানজটে নাকাল হলেন সাধারণ মানুষ। দীর্ঘক্ষণ আটকে থাকল হাওড়া থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত বিভিন্ন রাস্তা

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০১৭ ০১:৪১

কলকাতায় মরসুমের প্রথম আইপিএল ম্যাচ। তার জেরে বৃহস্পতিবার যানজটে নাকাল হলেন সাধারণ মানুষ। দীর্ঘক্ষণ আটকে থাকল হাওড়া থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত বিভিন্ন রাস্তা

পুলিশ জানায়, সন্ধ্যা থেকেই ইডেনমুখী ভিড় বাড়তে থাকে। অন্য দিন যেখানে বাসে হাওড়া থেকে ধর্মতলা আসতে সময় লাগে মেরেকেটে ২০ মিনিট, সেখানে এ দিন লেগেছে প্রায় এক ঘণ্টা। বড়বাজার, ধর্মতলা, মৌলালি, পার্ক স্ট্রিট থেকে শুরু করে যানজট তীব্র চেহারা নেয় এক্সাইড মো়ড় পর্যন্ত। সন্ধ্যা সাড়ে ছ’টায় পার্ক স্ট্রিট থেকে বাসে হাওড়ার উদ্দেশে রওনা দিয়েছিলেন বেসরকারি সংস্থার কর্মী তপন কর্মকার। সচরাচর তাঁর সময় লাগে আধ ঘণ্টা। এ দিন তপনবাবু যখন হাওড়া পৌঁছলেন, ঘড়ির কাঁটায় প্রায় সাড়ে সাতটা।

ট্র্যাফিক সূত্রের খবর, স্ট্র্যান্ড রোড, ব্রেবোর্ন রোড, কিংস ওয়ে, মেয়ো রোড, রানি রাসমণি অ্যাভিনিউ থেকে শুরু করে এস এন ব্যানার্জি রোড, লেনিন সরণি, চিত্তরঞ্জন অ্যাভনিউ, জওহরলাল নেহরু রোডে গাড়ির গতি ছিল খুবই শ্লথ। আইপিএল-এর শুরুতেই যে ভাবে যানজটের ফাঁসে ভুগলেন মানুষজন, তাতে বাকি ম্যাচগুলির ক্ষেত্রে যানজট পরিস্থিতি কী হবে, তা ভেবেই আশঙ্কিত তাঁরা।

Traffic Jam IPL 2017 IPL 10
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy