রাতের শহরে এক আত্মীয়ের সঙ্গে বাড়ি ফিরছিলেন এক তরুণী। অভিযোগ, হঠাৎ রাস্তা আটকে তাঁর উদ্দেশ্যে প্রথমে কটূক্তি ও পরে নিগ্রহ করে দুই যুবক। সেই ঘটনার প্রতিবাদ করায় মারধর করা হয় ওই তরুণীর আত্মীয়কে। সোমবার রাতে, তপসিয়া থানা এলাকার পাভলভ মানসিক হাসপাতালের কাছে। পুলিশ জানায়, ওই তরুণীর অভিযোগের ভিত্তিতে সেই রাতেই ইভান চৌহান ওরফে অভিষেক এবং জুলফিকার খান ওরফে গুল্লু নামে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। ইভানের বাড়ি লিন্টন স্ট্রিটে। গুল্লু সুরেশ সরকার রোডের বাসিন্দা। তাদের কাছ থেকে একটি স্কুটারও বাজেয়াপ্ত করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, সোমবার রাত ১০টা নাগাদ মৌলালি এলাকার সিআইটি রোডের রামলীলা ময়দান থেকে এক আত্মীয়ের সঙ্গে বাসে উঠেছিলেন তপসিয়ার বাসিন্দা ওই তরুণী। লেডিজ় পার্কের কাছে বাস থেকে নেমে তাঁরা বাড়ির পথে হাঁটা দেন। তরুণীর অভিযোগ, ওই সময়ে তাঁদের পিছু নেয় দুই স্কুটার-আরোহী। তারা উত্ত্যক্ত করতে শুরু করে তাঁকে। পুলিশ জানিয়েছে, ওই যুবকদের বাধা গিতে গেলে তরুণীর আত্মীয়কে মারধর করে তারা। সেই সঙ্গে তরুণীকেও শারীরিক ভাবে নিগ্রহ করা হয় বলে অভিযোগ। তরুণী চিৎকার শুরু করায় দুই যুবক পালিয়ে যায়।
তদন্তকারীরা জানান, ওই তরুণী তপসিয়া থানায় অভিযোগ জানানোর পাশাপাশি স্কুটারটির শেষ তিনটি নম্বর জানান। অভিযুক্তদের চেহারার বিবরণও দেন তিনি। পুলিশ স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে দুই যুবককে চিহ্নিত করে। মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয় তাদের। পুলিশের দাবি, জেরায় ধৃতেরা দোষ স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে ওই তরুণীকে অনুসরণ, বাধা দেওয়া, আঘাত করা-সহ একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে।
অন্য দিকে, মঙ্গলবার রাত সাড়ে আটটা নাগাদ বিধান সরণিতে এক মহিলাকে উত্ত্যক্ত করার অভিযোগে পার্থসারথি গঙ্গোপাধ্যায় নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মহিলা লালবাজারের ১০০ ডায়ালে ফোন করে ঘটনাটি জানালে টহলদার পুলিশ গিয়ে ওই যুবককে গ্রেফতার করে। ধৃতের বাড়ি বেলগাছিয়ার ক্ষুদিরাম বসু সরণিতে।