E-Paper

প্রজাতন্ত্র দিবসে সম্প্রীতির বার্তা

শুক্রবার রেড রোডে প্রজাতন্ত্র দিবসের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী প্রমুখ। অনুষ্ঠানে পতাকা উত্তোলন করেন বোস।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৪ ০৭:৫৬
রেড রোডে ছৌ নাচ।

রেড রোডে ছৌ নাচ। —নিজস্ব চিত্র।

অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের দিনে কলকাতায় সংহতি যাত্রা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার রেড রোডে ৭৫তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানেও ট্যাবলোর মাধ্যমে দেওয়া হল সম্প্রীতির বার্তা, একতার বার্তা। কুচকাওয়াজে সর্বধর্ম সমন্বয়ের বার্তাও দিয়েছে রাজ্য সরকার।

শুক্রবার রেড রোডে প্রজাতন্ত্র দিবসের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী প্রমুখ। অনুষ্ঠানে পতাকা উত্তোলন করেন বোস। সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের তৈরি ‘একতাই সম্প্রীতি’ ট্যাবলোয় লেখা ‘ধর্ম যার যার, উৎসব সবার’। ছিল দক্ষিণেশ্বর মন্দির, নাখোদা মসজিদ, সেন্ট পলস গির্জার ছবি। রামমন্দিরের আবহে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে রাজ্য সরকারের এই ‘একতাই সম্প্রীতি’ ট্যাবলো অন্য রকম তাৎপর্য বহন করছে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

এ দিনের অনুষ্ঠানে ছিল পথশ্রী, লক্ষ্মীর ভান্ডার-সহ রাজ্যের বিভিন্ন প্রকল্পের ট্যাবলো। লক্ষ্মীর ভান্ডার-সহ বিভিন্ন প্রকল্পের উপভোক্তারাও এ দিন কুচকাওয়াজে অংশ নেন। অনুষ্ঠানে হয় যুদ্ধাস্ত্রের প্রদর্শন। প্রদর্শিত হয় ছৌ নাচ। এ দিন প্রজাতন্ত্রের এই অনুষ্ঠান ঘিরে গোটা রেড রোডের নিরাপত্তা জোরদার করা হয়েছিল। মোতায়েন ছিল প্রায় আড়াই হাজার পুলিশকর্মী।

এ দিন কলকাতা আয়কর দফতরে প্রজাতন্ত্র দিবস পালিত হয়। প্রজাতন্ত্র দিবস পালিত হয় কলকাতা বিমানবন্দরে। পতাকা উত্তোলন করেন আয়কর দফতরের পূর্বাঞ্চলের প্রধান প্রিন্সিপাল চিফ কমিশনার শ্রী মনোরঞ্জন পানিগ্রাহী এবং এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার পূর্বাঞ্চলের এগ্‌জিকিউটিভ ডিরেক্টর নিবেদিতা দুবে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

red road Communal harmony

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy