Advertisement
১১ অক্টোবর ২০২৪
Molestation

কলকাতার হাসপাতালে অসুস্থ শিশুর পাশে ঘুমন্ত মাকে ‘যৌন নির্যাতন’! তোলা হয় ছবিও, গ্রেফতার এক

রবিবার কড়েয়া থানায় অভিযোগ করেন নির্যাতিতা তরুণী। তাঁর অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ। এর পরেই ২৬ বছরের যুবককে গ্রেফতার করা হয়েছে।

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৪৯
Share: Save:

কলকাতার এক হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা চলছিল শিশুর। রাতে সন্তানের পাশে ঘুমিয়ে ছিলেন মা। ঘুমের মধ্যেই তাঁকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল হাসপাতালের ওয়ার্ডবয়ের বিরুদ্ধে। আরও অভিযোগ, নিজের মোবাইলে তরুণীর ভিডিয়োও তুলেছেন অভিযুক্ত। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে তরুণকে গ্রেফতার করেছে কড়েয়া থানার পুলিশ।

কলকাতার ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে এই যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতার সন্তান ওই হাসপাতালে ভর্তি। হাসপাতালের দোতলার ওয়ার্ডে তাকে পাশে নিয়ে শনিবার রাতে ঘুমিয়ে ছিলেন মা। তরুণীর অভিযোগ, সে সময় তাঁকে খারাপ ভাবে স্পর্শ করেন ওই ওয়ার্ডবয়। তাঁর ভিডিয়ো অভিযুক্ত নিজের মোবাইলে তুলছিলেন বলেও অভিযোগ।

রবিবার কড়েয়া থানায় অভিযোগ করেন তরুণী। তাঁর অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ। এর পরেই ২৬ বছরের যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তিনি দক্ষিণ ২৪ পরগনার সুভাষগ্রামে থাকেন। আদতে ত্রিপুরার বাসিন্দা। ধৃতের মোবাইল বাজেয়াপ্ত করেছে পুলিশ। তাঁকে নিজেদের হেফাজতে নিয়েছে। এই ঘটনার তদন্ত করছে পুলিশ।

অন্য বিষয়গুলি:

Molestation Kolkata Hospital
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE