Advertisement
২৭ এপ্রিল ২০২৪

কার্নিশে যুবক, উদ্ধারে দমকল

তখন সকাল সাড়ে দশটা। হরিনাভির এক আবাসনের দোতলার কার্নিশে পা ঝুলিয়ে বসে প্যান্ট ও টি-শার্ট পরা এক অজ্ঞাতপরিচয় যুবক। সে তাকাচ্ছে এ দিক ও দিক, কথা বলছে না। বহুবার নীচে নামতে বললেও হেলদোল নেই। শুক্রবার এই দৃশ্য দেখে স্থানীয়েরা স্থির করেন, মই বেয়ে উঠে তাকে নামানো হবে।

শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৫ ০০:২৬
Share: Save:

তখন সকাল সাড়ে দশটা। হরিনাভির এক আবাসনের দোতলার কার্নিশে পা ঝুলিয়ে বসে প্যান্ট ও টি-শার্ট পরা এক অজ্ঞাতপরিচয় যুবক। সে তাকাচ্ছে এ দিক ও দিক, কথা বলছে না। বহুবার নীচে নামতে বললেও হেলদোল নেই। শুক্রবার এই দৃশ্য দেখে স্থানীয়েরা স্থির করেন, মই বেয়ে উঠে তাকে নামানো হবে। কিন্তু সে ধরা দিতে নারাজ! মই বেয়ে যত ওঠা হয়, তত এক কার্নিশ থেকে অন্য কার্নিশে লাফিয়ে পালায় সে। শেষে মই বেয়ে কাছাকাছি পৌঁছনো সম্ভব হল। কিন্তু নাগালে আসতেই মইয়ে থাকা এক ব্যক্তিকে সজোরে লাথি মারল ওই যুবক। লাথির ধাক্কায় মই নিয়ে হুড়মুড়িয়ে মাটিতে পড়ে জখম হলেন কয়েক জন। ওই যুবকের চোখেমুখে তখন উল্লাস। এর পরে আর ঝুঁকি না নিয়ে দমকলে খবর দেওয়া হয় এবং নামানো হয় ওই যুবককে। পুলিশের প্রাথমিক অনুমান, ওই যুবক মানসিক ভারসাম্যহীন। চিকিৎসার জন্য তাকে বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Youth fire brigade hospital
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE