এক নাবালিকাকে যৌন নির্যাতনের প্রতিবাদে বুধবার চুঁচুড়া থানার সামনে অবস্থান-বিক্ষোভ কর্মসূচি পালন করলেন বিজেপি কর্মী-সমর্থকেরা। দোষীর গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কয়েক ঘন্টা চলে অবস্থান-বিক্ষোভ। কর্মসূচিতে যোগ দেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়।
লকেট বলেন, ‘‘নারী নির্যাতনে প্রথম সারিতে আছে রাজ্য। এনসিআরবি (ন্যাশনাল ক্রাইম রেকর্ডস বুরো)-তে ২০১৮ সালের পরে কোনও কোনও রিপোর্ট জমা দেয়নি পশ্চিমবঙ্গ সরকার। এর পরেও তৃণমূল কী করে এত কথা বলে! আজকে নিজের একের পর এক নির্যাতন হচ্ছে। আর থানায় এফআইআর-টাও নেওয়া হচ্ছে না।’’
বিজেপি শাসিত উত্তরপ্রদেশের হাথরস-সহ কয়েকটি নারী নির্যাতনের ঘটনা ঘিরে সম্প্রতি কড়া প্রতিক্রিয়া জানিয়েছিল তৃণমূল। সেই প্রসঙ্গ টেনে লকেটের মন্তব্য, ‘‘আবার ওরা অন্য রাজ্যের দিকে তাকিয়ে থাকে। আগে বাংলা সামলাক পরে উত্তর প্রদেশ নিয়ে কথা বলবে। বাংলার মহিলারা জবাব চাইছে। মহিলা মুখ্যমন্ত্রী একজন মহিলাকে বিচার দিতে পারছেন না।’’