Advertisement
২৩ এপ্রিল ২০২৪
Locket Chatterjee

চুঁচুড়ায় নাবালিকা নির্যাতনের প্রতিবাদে থানায় বিক্ষোভ লকেট চট্টোপাধ্যায়ের

লকেট বলেন, নারী নির্যাতনে প্রথম সারিতে আছে রাজ্য। এনসিআরবি-তে ২০১৮ সালের পরে কোনও কোনও রিপোর্ট জমা দেয়নি পশ্চিমবঙ্গ সরকার।

বিজেপি-র বিক্ষোভে লকেট চট্টোপাধ্য়ায়— নিজস্ব চিত্র।

বিজেপি-র বিক্ষোভে লকেট চট্টোপাধ্য়ায়— নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
চুঁচুড়া শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২০ ২১:১৫
Share: Save:

এক নাবালিকাকে যৌন নির্যাতনের প্রতিবাদে বুধবার চুঁচুড়া থানার সামনে অবস্থান-বিক্ষোভ কর্মসূচি পালন করলেন বিজেপি কর্মী-সমর্থকেরা। দোষীর গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কয়েক ঘন্টা চলে অবস্থান-বিক্ষোভ। কর্মসূচিতে যোগ দেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়।

লকেট বলেন, ‘‘নারী নির্যাতনে প্রথম সারিতে আছে রাজ্য। এনসিআরবি (ন্যাশনাল ক্রাইম রেকর্ডস বুরো)-তে ২০১৮ সালের পরে কোনও কোনও রিপোর্ট জমা দেয়নি পশ্চিমবঙ্গ সরকার। এর পরেও তৃণমূল কী করে এত কথা বলে! আজকে নিজের একের পর এক নির্যাতন হচ্ছে। আর থানায় এফআইআর-টাও নেওয়া হচ্ছে না।’’

বিজেপি শাসিত উত্তরপ্রদেশের হাথরস-সহ কয়েকটি নারী নির্যাতনের ঘটনা ঘিরে সম্প্রতি কড়া প্রতিক্রিয়া জানিয়েছিল তৃণমূল। সেই প্রসঙ্গ টেনে লকেটের মন্তব্য, ‘‘আবার ওরা অন্য রাজ্যের দিকে তাকিয়ে থাকে। আগে বাংলা সামলাক পরে উত্তর প্রদেশ নিয়ে কথা বলবে। বাংলার মহিলারা জবাব চাইছে। মহিলা মুখ্যমন্ত্রী একজন মহিলাকে বিচার দিতে পারছেন না।’’

আরও পড়ুন: ‘অভিষেক রাক্ষস, মহিষাসুর’, ফের নাম করে নিশানা বিজেপি সাংসদ সৌমিত্রের

আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূলের মহিলা ভোটারদের কাছে ভোট চাওয়ার নৈতিক অধিকার নেই বলে দাবি করেন লকেট। বলেন, ‘‘আর দুয়ারে দুয়ারে ভোট চাইতে যাবেন! কেউ ভোট দেবে না। কোনও মহিলা ভোট দেবেন না।আগামী দিনে মহিলাদের সুরক্ষিত করার জন্য রাজ্যে বিজেপি সরকার আসবে।’’

আরও পড়ুন: গালওয়ানে ছক কষেই হামলা চিনের, দাবি আমেরিকার রিপোর্টে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Locket Chatterjee chinsurah hooghly BJP ncrb
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE