Advertisement
০৭ মে ২০২৪

অভিষেকের হেলিপ্যাড! গুঞ্জন সল্টলেকে

হেলিকপ্টারের বিষয়টি আপাতত অনিশ্চিত হলেও ওই হেলিপ্যাড নিয়ে গুঞ্জন ছড়িয়েছে স্থানীয় মহলে। বাসিন্দাদের একাংশ প্রশ্ন তুলেছেন যে, এ ভাবে আগে কোনও ব্লকে কখনও হেলিপ্যাড তৈরি হয়নি। এ ক্ষেত্রে কারা অনুমোদন দিলেন?

তৃণমূলের যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র।

তৃণমূলের যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ মে ২০১৯ ০৪:২৭
Share: Save:

হেলিপ্যাড প্রস্তুত। নীল রঙের প্রলেপ পড়েছে সেই হেলিপ্যাডে। হেলিকপ্টারে চড়ে সেখানে নেমে একটি রোড শো-তে অংশ নেওয়ার কথা তৃণমূলের যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তবে ঘূর্ণিঝড়ের আশঙ্কাকে মাথায় রেখে হেলিকপ্টারে চড়ে ওই হেলিপ্যাডে নামার বিষয়টি আপাতত অনিশ্চিত বলে তৃণমূল সূত্রের খবর। সে ক্ষেত্রে সড়ক পথে এসেই তিনি রোড শো-তে অংশ নেবেন।

যদিও ঘূর্ণিঝড়ের পরিস্থিতি তৈরি হওয়ার আগে পর্যন্ত ওই হেলিকপ্টারে চড়ে যাওয়ার বিষয়টি স্থির ছিল। বিধাননগরের বিধায়ক তথা দমকলমন্ত্রী সুজিত বসু বুধবারেই জানিয়েছিলেন যে, হেলিকপ্টারে চড়ে সল্টলেকে আসার বিষয়টি আবহাওয়ার উপরে নির্ভর করছে।

ওই হেলিপ্যাড তৈরি হয়েছে সল্টলেকের এফডি ব্লকের মাঠে। বাসিন্দাদের দাবি, এই প্রথম সল্টলেকে কোনও ব্লকের খেলার মাঠে হেলিপ্যাড তৈরি হল। এর আগে কাউকে হেলিকপ্টারে চড়ে সল্টলেকের কোনও ব্লকের ভিতরে নামতে দেখা যায়নি বলেই দাবি।

হেলিকপ্টারের বিষয়টি আপাতত অনিশ্চিত হলেও ওই হেলিপ্যাড নিয়ে গুঞ্জন ছড়িয়েছে স্থানীয় মহলে। বাসিন্দাদের একাংশ প্রশ্ন তুলেছেন যে, এ ভাবে আগে কোনও ব্লকে কখনও হেলিপ্যাড তৈরি হয়নি। এ ক্ষেত্রে কারা অনুমোদন দিলেন? যদিও কোনও মহল থেকে তাঁর স্পষ্ট জবাব মেলেনি। তবে বাসিন্দাদের কথায়, হেলিপ্যাড তো আর রাতারাতি গোপনে তৈরি হয়নি। ফলে নিশ্চিতভাবেই সংশ্লিষ্ট কোনও কর্তৃপক্ষের নো অবজেকশন নিয়েই ওই হেলিপ্যাড তৈরি হয়েছে।

যদিও তৃণমূল সূত্রের খবর, প্রচারের কাজে নানা রাজ্যের বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে যুব সভাপতিকে। দ্রুত পৌঁছনোর কারণে হেলিকপ্টারের প্রয়োজন হয়েছে। পাশাপাশি রাজ্যের দেওয়া যুব সভাপতির জেড প্লাস নিরাপত্তার বিষয়টিও বিবেচনায় ছিল। আর হেলিকপ্টার ভাড়া থেকে হেলিপ্যাড তৈরির সব খরচও যোগাচ্ছে দল। নির্বাচনী বিধি অনুযায়ী তার বাধা নেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE