এক সপ্তাহ পর খোঁজ মিলল নদিয়ার নিখোঁজ নোডাল অফিসার অর্ণব রায়ের। হাওড়া স্টেশন থেকে তাঁকে উদ্ধার করল সিআইডি। আপাতত হাওড়ায় শ্বশুরবাড়িতে রাখা হয়েছে তাঁকে। সিআইডি জানিয়েছে, এখন তাঁর মানসিক অবস্থা স্থিতিশীল নয়। তাই কী কারণে তিনি নিখোঁজ হয়েছিলেন, সে বিষয়টি স্পষ্ট করা যায়নি।
সিআইডি-র গোয়েন্দাদের সূত্রে খবর, গত ১৮ এপ্রিল নিখোঁজ হওয়ার পর থেকেই অর্ণববাবুর মোবাইল ফোন সুইচড অফ ছিল। শেষ টাওয়ার লোকেশন মিলেছিল নদিয়ারই শান্তিপুরে। কিন্তু তাঁর নম্বরের উপর নজর ছিল সিআইডির। এর মধ্যেই আজ বৃহস্পতিবার সকালে তাঁর মোবাইল অন হয়। তিনি পরিবারের লোকজন-সহ বেশ কয়েক জনের সঙ্গে ফোনে কথা বলতে শুরু করেন।
টাওয়ার লোকেশন ট্র্যাক করে সিআইডি অফিসাররা এক প্রকার নিশ্চিত হন, হাওড়া স্টেশন চত্বরে রয়েছেন অর্ণববাবু। তার পরই সিআইডি-র একটি দল হাওড়া স্টেশনে অভিযান চালান। সেখান থেকেই অর্ণববাবুকে উদ্ধার করা হয়। কিন্তু তিনি মানসিক ভাবে পুরোপুরি সুস্থ না হওয়ায় তাঁকে হাওড়ায় তাঁর শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়া হয়। খবর দেওয়া হয়েছে তাঁর স্ত্রী অনিষা যশকেও।