গোয়া বিধানসভার নির্বাচনে নিজেদের সক্রিয়তা বাড়াচ্ছেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। শনিবার সন্ধ্যায় গোয়া নির্বাচনে তাদের তারকা প্রচারকদের তালিকা ঘোষণা করল তৃণমূল। তারকা প্রচারকদের তালিকা নির্বাচন কমিশনে জমা দিয়েছেন তৃণমূলের জাতীয় মুখপাত্র তথা রাজ্যসভার দলনেতা ডেরেক-ও-ব্রায়েন। সেই তালিকায় নাম রয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তালিকায় রয়েছেন, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। প্রার্থীদের হয়ে প্রচারে মমতা কবে গোয়ায় যাবেন, সে প্রসঙ্গে অবশ্য কিছুই জানানো হয়নি। তবে রবিবারই ফের গোয়া পাড়ি দিতে পারেন অভিষেক। ২৬ জানুয়ারি পর্যন্ত গোয়ায় থেকে সেখানে বাকি আসনে প্রার্থীদের নাম ঘোষণার পাশাপাশি, প্রচার ও সংগঠনের কাজ করবেন তিনি। তবে এই তালিকায় রাখা হয়েছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা তৃণমূলের সহসভাপতি যশবন্ত সিংহ। মোট ৩০ জন প্রচারকের তালিকা তৈরি করা হয়েছে।