আগামী ১০ সেপ্টেম্বর শুক্রবার মনোনয়ন দাখিল করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার অহীন্দ্র মঞ্চে আয়োজিত ভবানীপুর বিধানসভা উপনির্বাচনের কর্মিসভায় এমনটাই জানিয়েছেন স্বয়ং তৃণমূল নেত্রী। তিনি জানিয়েছেন, ১০ তারিখে ভবানীপুর বিধানসভার উপনির্বাচনে তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করবেন। ভবানীপুর বিধানসভার প্রার্থীদের মনোনয়ন দাখিলের কাজকর্ম হয় আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে। মনোনয়নের সময় যাতে কোনও রকম ভাবে কর্মী সমর্থকদের ভিড় না হয়, সে বিষয়ে সভা থেকেই কড়া নির্দেশ দিয়েছেন মমতা। কোভিড পরিস্থিতিতে এমনিতেই বড় সভা সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। তাই মনোনয়নের সময় এই ধরনের বিতর্ক এড়িয়ে যেতে চাইছেন মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, আগামী শুক্রবার গণেশ চতুর্থী। আর ওইদিনই মনোনয়ন জমা দিচ্ছেন মমতা। ভবানীপুর বিধানসভায় বহু সংখ্যক অবাঙালি ভোটারদের বাস। তাই মনে করা হচ্ছে, এই দিনটিকে নিজের মনোনয়নের দিন হিসেবে বেছে নিয়ে ওই অবাঙালি ভোটারদের কাছে পৌঁছে যাওয়ার কৌশল হিসেবে নিয়েছেন মুখ্যমন্ত্রী।