ছাত্রের মাকে ব্ল্যাকমেল করে ধর্ষণের অভিযোগ উঠল নদিয়ার তেহট্টের একটি স্কুলের বাসচালকের বিরুদ্ধে। ওই অভিযোগে বাসচালককে গ্রেফতারও করেছে পুলিশ। ওই চালকের এক বন্ধু এবং বাস মালিকের বিরুদ্ধেও ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে। তাঁদের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে।
পুলিশ সূত্রে খবর, ধৃতের বাড়ি পলাশিপাড়া থানায় এলাকায়। তাঁকে তেহট্টের হাউলিয়া পার্ক এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তেহট্টের ওই বধূর ছেলে একটি বেসরকারি স্কুলে পড়াশোনা করে। স্কুলবাসেই যাতায়াত করে সে। বধূর অভিযোগ, ছেলেকে মেরে ফেলার ভয় দেখিয়ে বাসচালক তাঁর কিছু অশ্লীল ছবি-ভিডিয়ো তুলেছিলেন। পরে সেই ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাঁকে ধর্ষণও করেন। একই ভাবে ওই বাসচালকের এক বন্ধু এবং বাস মালিকও হুমকি দিয়ে বধূকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ।
পুলিশ সূত্রে খবর, বধূর বক্তব্য, ছেলের প্রাণহানির আশঙ্কায় তিনি পুলিশের দ্বারস্থ হতে পারেননি। কিন্তু অভিযুক্তেরা তাঁকে ফের শারীরিক সম্পর্কের জন্য জোর করায় বাধ্য হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। ‘নির্যাতিতা’ মহিলার অভিযোগ, ‘‘অশ্লীল ছবি-ভিডিয়ো তৈরি করে ব্ল্যাকমেল করে লাগাতার ধর্ষণ করেছে আমাকে। আমি ওদের শাস্তি চাই।’’
তেহট্টের এসডিপিও শুভতোষ সরকার বলেন, ‘‘লিখিত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু হয়েছে। এক জনকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলছে।’’