পূর্ব মেদিনীপুরের কাঁথিতে রেল পুলিশের কোয়ার্টার সংলগ্ন পুকুর থেকে বিপুল পরিমানে কার্তুজের খোল উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে দিঘা জিআরপির আধিকারিকেরা ঘটনাস্থলে আসেন। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে যেমন রয়েছে থ্রি নট থ্রি-র গুলির খোল, তেমনই রয়েছে একে ৪৭, নাইন এমএম পিস্তলের একাধিক খোল। এই প্রসঙ্গে খড়্গপুর জিআরপি-র অতিরিক্ত জেলা এসআরপি দেবশ্রী সান্যাল বলেন, “কী ভাবে জিনিসগুলি ওই পুকুরে এল, তা তদন্ত করে দেখা হচ্ছে।”
রেল পুলিশ সূত্রে খবর, শনিবার দুপুর ১২টা নাগাদ কাঁথিতে রেল পুলিশ কোয়ার্টারের পাশেই একটি পুকুরে নেমে মাছ ধরছিলেন রেলের কিছু কর্মী। সেই সময় একটি ভারী ব্যাগ তাঁদের পায়ে ঠেকে যায়। সেই ব্যাগ খুলতেই বেরিয়ে আসে বিপুল পরিমাণ গুলির খোল। বর্তমানে সেগুলি বাজেয়াপ্ত করে ঘটনার তদন্ত শুরু করেছে জিআরপি।
আরও পড়ুন:
অতিরিক্ত এসআরপি দেবশ্রী সান্যাল জানান, ওই ব্যাগ থেকে প্রায় ৩৯৩টি কার্তুজের খোল উদ্ধার হয়েছে। তিনি বলেন, “শনিবার দুপুর ১২টা নাগাদ খড়্গপুর জিআরপি জেলার কনস্টেবলের কাছে এক রেলকর্মীর মারফত খবর আসে যে, পুকুর থেকে একটি ভারী ব্যাগ উদ্ধার হয়েছে। ব্যাগটি খোলার পর দেখা যায় তার মধ্যে প্রচুর পরিমাণে কার্তুজ রয়েছে। এই কার্তুজ কোথা থেকে এল, তা খোঁজ নিয়ে দেখা হচ্ছে।” প্রাথমিক ভাবে জানা গিয়েছে বেশিরভাগ কার্তুজই ব্যবহৃত।