গোপন সূত্রে খবর পেয়ে তমলুকের একটি ভাড়া বাড়ি থেকে মুজাহিদ আনোয়ার (৪০) নামের এক ‘দুষ্কৃতী’কে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে তাঁকে পাকড়াও করা হয়। ধৃতের কাছ থেকে একটি ৯ এমএম পিস্তল ও ৬ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার হয়েছে। বুধবার ধৃতকে তমলুক আদালতে হাজির করানো হয়। ঠিক কোন উদ্দেশ্যে ধৃত তমলুকে বাড়ি ভাড়া নিয়ে থাকছিলেন, তা জানতে তাঁকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে তমলুক থানা সূত্রে খবর।
পুলিশ সুত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর মেলে, এক ‘দুষ্কৃতী’ শহরের একটি বাড়িতে আস্তানা গেড়েছে। তাঁর বিরুদ্ধে বারাসত এলাকায় অপরাধমূলক কাজকর্মের অভিযোগ ছিল। এর পরেই মঙ্গলবার গভীর রাতে তাম্রলিপ্ত পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের মীরপাড়া এলাকায় মুস্তাক আহমেদ নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালায় পুলিশ। ওই বাড়িটিই প্রায় বছর দেড়েক ধরে ভাড়া নিয়ে থাকছিল উত্তরপ্রদেশের খুশিনগর জেলার বাসিন্দা মুজাহিদ। ওই ব্যক্তিকে জেরা করতেই তাঁর কথায় অসঙ্গতি দেখা যায়। এর পরেই অভিযুক্তের ঘরে তল্লাশি চালিয়ে পিস্তল ও কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে।
তমলুকের এসডিপিও আফজল আব্রার বলেন, “আমরা গোপন সূত্রে খবর পেয়েছিলাম তমলুকে এক দুষ্কৃতী বাড়ি ভাড়া নিয়ে রয়েছেন। ওই ব্যক্তি এলাকায় বাড়ি বাড়ি কাপড় ফেরি করতেন। ওই ব্যক্তির বিরুদ্ধে বারাসত থানা এলাকায় অপরাধের রেকর্ড ছিল। সেখান থেকে খবর পেয়েই আমরা প্রথমে ওই ব্যক্তির বিষয়ে গোপনে তথ্য সংগ্রহ করি। এর পর নিশ্চিত হয়েই আমরা মঙ্গলবার গভীর রাতে ওই বাড়িতে অভিযান চালিয়ে মুজাহিদ আনোয়ারকে গ্রেফতার করেছি।’’