Advertisement
০১ মে ২০২৪
Suvendu Adhikari

শিক্ষক দিবসে বিজেপির কর্মসূচি মেদিনীপুরে, দুর্নীতি প্রসঙ্গে মমতার সমালোচনায় শুভেন্দু

সেখানে রাজ্য সরকারের ‘দুর্নীতির’ সমালোচনার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করেন তিনি।

বিজেপির কর্মসূচিতে শুভেন্দু।

বিজেপির কর্মসূচিতে শুভেন্দু। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২২ ২৩:১৩
Share: Save:

বিজেপির উদ্যোগে সোমবার মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলে পালিত হল শিক্ষক দিবস। সেই কর্মসূচিতে হাজির ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে রাজ্য সরকারের ‘দুর্নীতির’ সমালোচনার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করেন তিনি। মেদিনীপুরের বিদ্যাসাগর হলে সর্বপল্লি রাধাকৃষ্ণনণের মূর্তিতে মাল্যদানও করেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক।

মুখ্যমন্ত্রীর নৈতিক চরিত্র গঠনের পরামর্শ প্রসঙ্গে শুভেন্দু বলেন, ‘‘উনি (মমতা) আগে ওঁর যারা আছে সেই মন্ত্রীদের চরিত্র তৈরি করুন। আগের শিক্ষামন্ত্রী ওঁর মন্ত্রিসভার দ্বিতীয় লোক। দলের মহাসচিব ছিলেন। ভোটের সময় বলেন, ২৯৪ আসনে উনি প্রার্থী। বেকায়দায় পড়লে বলেন, ও করেছে আমি না।’’

শুভেন্দু সোমবার অভিযোগ করেন, অষ্টম শ্রেণির পাঠ্যবইতে একটি পাতায় ধৃত পার্থ চট্টোপাধ্যায়ের নাম রয়েছে। তিনি বলেন, ‘‘অনুরোধ করব, শিক্ষকেরা ওই পাতাটা বাদ দিয়ে দেবেন। শিক্ষকদের অনুরোধ করব আপনারা মেরুদণ্ড সোজা রেখে চলুন। নিজেদের পছন্দের রাজনৈতিক মতামত দেওয়ার অধিকার অম্বেডকর সংবিধানে দিয়ে গিয়েছেন। যদি জোর করে বদলি করতে যায়, মনে রাখবেন ডায়মন্ড হারবারের কৃষ্ণা বৈদ্য উচ্চ আদালতে মামলা করে প্রমাণ করে দিয়েছেন যে, সকলে মাথা বিক্রি করে না।’’

রাজ্যের স্কুলগুলির পাঠক্রমেরও সোমবার সমালোচনা শোনা গিয়েছে বিরোধী দলনেতার মুখে। তিনি বলেছেন, ‘‘এই জিনিস বেশিদিন থাকবে না। রাষ্ট্রবাদী চেতনা জাগ্রত হবেই। গুজরাটে গীতা পড়ানো হয় বিদ্যালয়ে। শুধু পুঁথিগত বিদ্যা দিয়ে অন্তর্নিহিত জ্ঞানের পূর্ণতা প্রাপ্তি হতে পারে না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Suvendu Adhikari Sarvepalli Radhakrishnan midnapore
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE