Advertisement
০৭ মে ২০২৪

ফের ব্যবসায়ীর টাকা লুঠ খড়্গপুরে

চুরি, ছিনতাই, গুলির ধারাবাহিকতা চলছেই রেলশহরে। এ বার দোকানে ঢুকে এক ব্যবসায়ীকে মারধর করে লক্ষাধিক টাকা লুঠ করে চম্পট দিল দুই যুবক। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে খড়্গপুর শহরের পুরাতনবাজারে।

ছিনতাইয়ের পর পুরাতনবাজার এলাকায় পুলিশ। —নিজস্ব চিত্র।

ছিনতাইয়ের পর পুরাতনবাজার এলাকায় পুলিশ। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
খড়্গপুর শেষ আপডেট: ২১ জুলাই ২০১৫ ০১:১৮
Share: Save:

চুরি, ছিনতাই, গুলির ধারাবাহিকতা চলছেই রেলশহরে। এ বার দোকানে ঢুকে এক ব্যবসায়ীকে মারধর করে লক্ষাধিক টাকা লুঠ করে চম্পট দিল দুই যুবক। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে খড়্গপুর শহরের পুরাতনবাজারে। ইমারতি সরঞ্জামের ব্যবসায়ী সুশান্ত দে তখন দোকানে বসে কাজ করছিলেন। হঠাৎ দুই যুবক ঢুকে ওই ব্যবসায়ীকে মারধর করে পাশে থাকা টাকার ব্যাগ নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ।

শহরে আগেও একাধিক চুরি-ছিনতাই হয়েছে। চলেছে গুলি। এ দিনের ঘটনার ফের পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে। তবে এ দিনই এক মোটর বাইক চোরকে গ্রেফতার করেছে খড়্গপুর টাউন পুলিশ। একটি মোটর বাইকও উদ্ধার করা হয়েছে। সুশান্তবাবুর গাড়ির চালক রাজা শাহ ব্যাগ ভর্তি টাকা দোকানে রেখে চলে যান। তারপরই ঘটনাটি ঘটে। সুশান্তবাবু বলেন, ‘‘আমি একমনে ড্রাফট কাটছিলাম। ওই দুই যুবক গ্রিলের দরজা খুলে ঢুকে আমাকে মারধর করতে থাকে। তারপর ৪ লক্ষ ৭৫ হাজার টাকা সমেত ব্যাগ নিয়ে পালিয়ে যায়।’’ গাড়ি চালককে আটক করেছে পুলিশ।

রেলশহরে ছিনতাই নতুন নয়। রবিবার সন্ধ্যায় খরিদার ব্যবসায়ী ধনকুমার অগ্রবাল বাড়িতে দুষ্কৃতীরা ঢুকে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে ২০ হাজার টাকা নিয়ে চম্পট দেয়। ১২ জুন মালঞ্চর কাছে জামবনির এক বাসিন্দার ২ লক্ষ টাকা ছিনতাই হয়। ২৭ মে সুভাষপল্লিতে আগ্নেয়াস্ত্র দেখিয়ে গোলবাজারের ব্যবসায়ীর লক্ষাধিক টাকা ছিনতাই করে দুষ্কৃতীরা। ৬ মে দিনেদুপুরে গুলি চালিয়ে লক্ষাধিক টাকা ডাকাতি হয় মালঞ্চতেই। কোনও ঘটনার কিনারা করতে পারেনি পুলিশ।

পুলিশের দাবি, গোলবাজারের পেঁয়াজ গদির মালিক জয়শঙ্কর সাউ খুনের ঘটনায় ৫ জন ছিনতাইবাজকে গ্রেফতার করা হয়েছে। খরিদার পানশালার মালিককে লক্ষ করে গুলি চালানোর ঘটনাতেও অভিযুক্ত ধরা পড়েছে। তবে শহরবাসীর অভিযোগ, মাঝে ছিনতাই অনেক কমে গিয়েছিল। কিন্তু পুরভোটের পর থেকেই শহরের একের পর এক গুলি চলার ঘটনার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লুঠ-ছিনতাই। উঠছে পুলিশের ঢিলেঢালা টহলদারির অভিযোগও। কৌশল্যার ব্যবসায়ী বাবলু পাণ্ডে বলেন, ‘‘শহরে একের পর এক দুষ্কর্ম বাড়ায় আমরা ব্যবসায়ীরা আতঙ্কে রয়েছি। পুলিশের আরও সক্রিয় হওয়া উচিত।’’

মোটরসাইকেল চুরির কিনারায় অবশ্য পুলিশি সক্রিয়তা দেখা গিয়েছে। রবিবার রাতে খরিদা থেকে এক বাইক চোরকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, গত ১৩ জুলাই খরিদা থেকে তালবাগিচার যুবক শুভ ঘোড়ইয়ের মোটর বাইক চুরি যায়। তদন্তে নেমে স্থানীয় একটি বেসরকারি ব্যাঙ্কের সিসিটিভি ফুটেজ দেখে চোরকে শনাক্ত করে পুলিশ। রবিবার রাতে ওই মোটরসাইকেল হাতবদলের সময় খরিদা সংলগ্ন শ্রীকৃষ্ণপুরের দীপক সরকারকে গ্রেফতার করে। ধৃতকে প্রাথমিক জেরা করে জানা গিয়েছে, আরও দু’জনের সঙ্গে মিলে এই কাজ করে দীপক।

গত দেড়মাসে ইন্দা, সাউথসাইড, খরিদা থেকে ৫টি মোটরসাইকেল চুরি হয়েছে। তার মধ্যে মাত্র একটি মোটরসাইকেল উদ্ধার করতে পেরেছে পুলিশ। সোমবার ধৃতকে চার দিনের জন্যে হেফাজতে পেয়েছে পুলিশ। পুলিশের অনুমান, চুরি যাওয়া এই মোটরসাইকেলের ইঞ্জিন পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনায় ভুটভুটিতে ব্যবহৃত হয়। যাঁর মোটরসাইকেল উদ্ধার হয়েছে মালিক শুভ ঘোড়াই বলেন, ‘‘পুলিশের চেষ্টাতেই বাইকচোর ধরা পড়ল। এটা আশার আলো জাগাচ্ছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kharagpur Businessman bike
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE