Advertisement
১৬ জুন ২০২৪
TMC

‘মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে মান-সম্মান, সংবিধান মানায় না’, তোপ দিলীপের

রবিবার সকালে খড়্গপুর শহরের বোগদা এলাকায় চা চক্রে যোগ দেন দিলীপ। সেখানে কলাইকুন্ডার বৈঠক নিয়ে তাঁর এই প্রতিক্রিয়া।

খড়গপুরে চা চক্রে দিলীপ ঘোষ।

খড়গপুরে চা চক্রে দিলীপ ঘোষ। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
খড়গপুর শেষ আপডেট: ৩০ মে ২০২১ ১৬:০৭
Share: Save:

কলাইকুন্ডার পর্যালোচনা বৈঠকে অনুপস্থিতি নিয়ে এ বার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানালেন বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর মতে, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে মান-সম্মান, সংবিধান মানায় না। উনি রাজনীতি করতে চাইছেন, করুন।’’

রবিবার সকালে খড়্গপুর শহরের বোগদা এলাকায় চা চক্রে যোগ দেন দিলীপ। সেখানে কলাইকুন্ডার বৈঠক নিয়ে তাঁর প্রতিক্রিয়া, ‘‘কী হয়েছে সারা দুনিয়া দেখেছে। উনি মুখ্যসচিবকে নিয়ে ঢুকলেন। তার পর বেরিয়ে গেলেন। এটা কোন ধরনের সম্মান? উনি প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে কী ধরনের কথাবার্তা বলেছেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে মান-সম্মান, সংবিধান মানায় না। উনি রাজনীতি করতে চাইছেন, করুন। বাংলার মানুষ ভগবানের ভরসায় বেঁচে আছে। রাজ্যের মানুষ নিরন্ন হয়ে, দুরবস্থার মধ্যে আছেন। মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করে বেড়াচ্ছেন।’’

রাজ্য সরকারের প্রতি সমালোচনার সুর জিইয়ে রেখে দিলীপ বলেন, ‘‘দুয়ারে ত্রাণ, রেশন, ভ্যাকসিন পৌঁছে যাবে। কিন্তু কবে পৌঁছবে? লোকের বাড়িঘরের ঠিক নেই। লোকে এখন ত্রাণশিবিরে আছে। সেখানে খাবারের ব্যবস্থা করেনি। পঞ্চায়েত থেকে করতেই পারে। করলেও সেখানে রাজনৈতিক রং দেখা হচ্ছে। বলা হচ্ছে, তোমরা বিজেপি-কে ভোট দিয়েছ। চলে যাও।’’ ইয়াস পরবর্তী সময়ে রাজ্য সরকারকে ‘সক্রিয়’ হওয়ার পরামর্শও দিয়েছেন দিলীপ।

দিলীপের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন খড়্গপুরের প্রাক্তন বিধায়ক তথা খড়্গপুর পুরসভার প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান প্রদীপ সরকার। তাঁর কথায়, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় কী তা বাংলার মানুষ জানেন। ওঁর (দিলীপ ঘোষ) কাছ থেকে তা জানতে হবে না। লকডাউন পরিস্থিতিতে উনি কী করেছেন, সেটা খড়্গপুরের মানুষ জানেন। মেদিনীপুর লোকসভা কেন্দ্রের জন্য উনি কী কী প্রকল্প করেছেন?’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mamata Banerjee BJP TMC Dilip Ghosh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE