Advertisement
২৫ এপ্রিল ২০২৪

স্কুলের শিক্ষকেরা টিউশনে কেন, সরব গৃহশিক্ষকেরা

নিয়ম হল, স্কুল-কলেজের শিক্ষকেরা গৃহশিক্ষকতা (প্রাইভেট টিউশন) করতে পারবেন না। কিন্তু সেই নিয়মকে বুড়ো আঙুল দেখিয়েই দেদার প্রাইভেট টিউশন চলছে বলে অভিযোগ।

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ১৪ অগস্ট ২০১৮ ০১:৪১
Share: Save:

নিয়ম হল, স্কুল-কলেজের শিক্ষকেরা গৃহশিক্ষকতা (প্রাইভেট টিউশন) করতে পারবেন না। কিন্তু সেই নিয়মকে বুড়ো আঙুল দেখিয়েই দেদার প্রাইভেট টিউশন চলছে বলে অভিযোগ। এরই প্রতিবাদে সরব হলেন গৃহশিক্ষকেরা। স্কুল-কলেজের শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে অবস্থান-বিক্ষোভ হবে। সোমবার মেদিনীপুরে এক সম্মেলন থেকেই এমনই হুঁশিয়ারি দিয়েছেন গৃহশিক্ষকেরা। জেলা বিদ্যালয় পরিদর্শকের (মাধ্যমিক) দফতরে স্মারকলিপিও দেওয়া হয়েছে।

‘ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট টিউটরস্ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’ নামে ইতিমধ্যে একটি সংগঠন গড়েছেন গৃহশিক্ষকেরা। এদিন তারই পশ্চিম মেদিনীপুর জেলার সম্মেলন হল মেদিনীপুরে। বিদ্যাসাগর হলে এই সম্মেলনে সংগঠনের জেলা সম্পাদক জয়কৃষ্ণ তুঙ্গ, জেলা সভাপতি অমর ঘোষ, জেলা কার্যকরী সভাপতি প্রদীপ চক্রবর্তী প্রমুখ।

সম্মেলনে গিয়ে গৃহশিক্ষকদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন যুব তৃণমূলের জেলা সভাপতি, পেশায় প্রাথমিক স্কুল শিক্ষক রমাপ্রসাদ গিরি। তাঁর কথায়, “রাজ্য সরকার নিশ্চয়ই গৃহশিক্ষকদের পাশে থাকবে।” জয়কৃষ্ণ, অমরদের কথায়, “সরকারি নির্দেশ অমান্য করে স্কুলের শিক্ষকেরা প্রাইভেট টিউশন করছেন। বিপুল অর্থ উপার্জন করছেন। আয়কর ফাঁকি দিচ্ছেন। আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতেই সরব হয়েছি।”

সম্মেলনে এসেছিলেন মেদিনীপুরের সন্দীপ বেরা। তিনি ইতিহাস পড়ান। বিএড উত্তীর্ণ সন্দীপের কথায়, “স্কুল-কলেজের শিক্ষকরা কেন প্রাইভেট টিউশন করবেন? আমাদের প্রশ্ন এটাই।” শহরের এক স্কুল শিক্ষকের আবার দাবি, “শুধু স্কুলের শিক্ষক- শিক্ষিকাদের দায়ী করে কী হবে! ছাত্রছাত্রী, অভিভাবকেরাই তো প্রাইভেট টিউশনের উপরে নির্ভরশীল।” এদিনের সম্মেলনের শেষে গৃহশিক্ষকদের সংগঠন জানিয়েছে, আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন হবে। সন্দীপদের কথায়, “প্রয়োজনে ডিআই অফিসের সামনেই অবস্থান- বিক্ষোভ হবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Book Teacher
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE