Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Hilsa Fish

জামাইষষ্ঠীর আগে ওড়িশা থেকে দিঘার বাজারে এল ইলিশ

আর সপ্তাহখানেক বাদে জামাইষষ্ঠী। তার আগে দিঘায় এল বেশ কয়েক টন ইলিশ। সৌজন্যে ওড়িশার মৎস্যজীবীরা।

ওড়িশা থেকে দিঘায় ইলিশ।

ওড়িশা থেকে দিঘায় ইলিশ। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
দিঘা শেষ আপডেট: ১০ জুন ২০২১ ২০:০৭
Share: Save:

বাঙালির পাতে ইলিশের জোগান দিতে জামাইষষ্ঠীর আগে ওড়িশা থেকে ইলিশ পৌঁছল দিঘায়। বৃহস্পতিবার ওড়িশা থেকে দিঘার সীমানা সংলগ্ন পাইকারি বাজারে ঢুকেছে ওই বিপুল পরিমাণ ইলিশ।

আর সপ্তাহখানেক বাদে জামাইষষ্ঠী। তার আগে দিঘায় এল বেশ কয়েক টন ইলিশ। সৌজন্যে ওড়িশার মৎস্যজীবীরা। বৃহস্পতিবার এই খবর ছড়িয়ে পড়তেই হুড়োহুড়ি পড়ে যায় মাছের আড়তে। আড়তদার সুশান্ত জানা বলেন, ‘‘পাইকারি বাজারে ৩০০ গ্ৰাম থেকে প্রায় ১ কেজি ওজনের মাছ এসেছে। আজ দিঘা সীমানা সংলগ্ন বিকেপি পাইকারি বাজারে প্রায় ১ থেকে দেড় টন ইলিশ এসেছে।’’

দিঘার মাছের আড়তগুলির সূত্রে জানা গিয়েছে, ওড়িশা থেকে আসা ইলিশের বেশিরভাগটাই গিয়েছে কলকাতা এবং শহরতলির বিভিন্ন মাছ বাজারে। মাছের দাম ছিল ৫০০ টাকা থেকে ৮০০ টাকার মধ্যে। তবে জামাইষষ্ঠীতে মাছের দর আরও বাড়বে বলেই অনুমান মাছ বিক্রেতাদের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Hilsa Fish digha Odisha Ilish
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE