Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Birsingha

বীরসিংহে সমান্তরাল কর্মসূচিতে হীরালাল, জল্পনা শাসকদলে

চন্দ্রকোনা ২ ব্লকে মোটের উপর দু’টি গোষ্ঠী। একদিকে বিধায়ক ছায়া দোলুই, নয়া ব্লক সভাপতি জগজিৎ সরকার। হীরালালও রয়েছেন এই শিবিরে। উল্টোদিকে রয়েছেন ব্লক সহ সভাপতি রামকৃষ্ণ রায়, সঞ্জিত মিদ্যারা।

বীরসিংহের অনুষ্ঠানে হীরালাল ঘোষ। ফাইল চিত্র

বীরসিংহের অনুষ্ঠানে হীরালাল ঘোষ। ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা
ঘাটাল শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২০ ২৩:৫৫
Share: Save:

পঞ্চায়েত সমিতির সভাপতি হঠাৎ হাজির হয়েছিলেন মন্ত্রী শুভেন্দু অধিকারীর অনুগামীদের অনুষ্ঠানে। চন্দ্রকোনা ২ এর পঞ্চায়েত সমিতির সভাপতি হীরালাল ঘোষের বীরসিংহে সেই উপস্থিতিতে জল্পনা বাড়ছে স্থানীয় তৃণমূল শিবিরে।

চন্দ্রকোনা ২ ব্লকে মোটের উপর দু’টি গোষ্ঠী। একদিকে বিধায়ক ছায়া দোলুই, নয়া ব্লক সভাপতি জগজিৎ সরকার। হীরালালও রয়েছেন এই শিবিরে। উল্টোদিকে রয়েছেন ব্লক সহ সভাপতি রামকৃষ্ণ রায়, সঞ্জিত মিদ্যারা। তৃণমূল সূত্রের খবর, বিধায়ক বিরোধী গোষ্ঠীর অনেকেই শুভেন্দুর সঙ্গে যোগাযোগ করতে শুরু করেছেন। ব্লক সভাপতি হিসেবে জগজিতের নাম ঘোষণার পর এই দুই শিবিরের দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। তারপর থেকে ছায়া বিরোধী গোষ্ঠীর কাউকে দলীয় কর্মসূচিতে দেখা যায় না। এই পরিস্থিতিতে হীরালাল হাজির হয়েছিলেন বীরসিংহে। শুভেন্দু অনুগামীদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশত জন্মবার্ষিকীর সমাপ্তি অনুষ্ঠানে। তৃণমূলের অন্দরে জল্পনা, তবে কি ভারসাম্য বজায় রাখতেই এই উপস্থিতি। প্রশ্ন হল, শুভেন্দু অনুগামীদের অনুষ্ঠানে হাজির হলে তো দলীয় নেতৃত্বের নেকনজর থেকে বেরিয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। বিশেষ করে ভোট কুশলী প্রশান্ত কিশোরের দল যেখানে জেলা রাজনীতির ছোট-বড় সব ঘটনার দিকে তীক্ষ্ম রাখছে। তা ছাড়া ব্লক সভাপতির নাম ঘোষণাকে কেন্দ্র করে যে গোলমাল হয়েছিল সেখানে হেনস্থা হতে হয়েছিল প্রশান্তের দলের প্রতিনিধিকে। ওই ঘটনায় অভিযোগ উঠেছিল ছায়া বিরোধী শিবিরের দিকে। ফলে বিধায়ক শিবিরের লোক হয়ে শুভেন্দু অনুগামীদের অনুষ্ঠানে যাওয়া কি অন্য সমীকরণের ইঙ্গিত? জল্পনা ডালপালা মেলছে তৃণমূলের অন্দরে।

সূত্রের খবর, হীরালালকে ওই অনুষ্ঠানে হাজির হতে দেখে নাকি অবাক হয়ে গিয়েছিলেন শুভেন্দু অনুগামীদের একাংশ। এক অনুগামীর কথায়, ‘‘দাদার অনুষ্ঠানে যে কেউ আসতে পারেন। তবে হীরাদার আসার কথা জানা ছিল না।” যদিও এতে অন্যায় কিছু দেখছেন না হীরালাল। তাঁর কথায়, “শুভেন্দুবাবু দলের মন্ত্রী। নেতৃত্বও। তাই তাঁর অনুষ্ঠানে গিয়েছিলাম।”

ব্লক সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে গোলমাল, প্রশান্তের টিমের প্রতিনিধির হেনস্থাকে কেন্দ্র করে বিতর্ক এখনও ধামাচাপা পড়েনি চন্দ্রকোনায়। জেলা সভাপতি অজিত মাইতি উদ্যোগী হয়ে আপস-মীমাংসার একটা চেষ্টা করেছিলেন। দু’পক্ষকে নিয়ে আলোচনাতেও বসেছিলেন। কিন্তু তারপরও বিধায়ক বিরোধী শিবিরের নেতারা দলীয় অনুষ্ঠানে গরহাজির থাকছেন। সামনে ভোট। তাই অজিত বিরোধ মেটানোর চেষ্টা করছেন এখনও। তবে হিসেব উল্টে যাচ্ছে একটি অনুষ্ঠানে হীরালালের উপস্থিতিতে। চন্দ্রকোনার এক তৃণমূল নেতার কথায়, “একেই চন্দ্রকোনায় দলের নড়বড়ে পরিস্থিতি। হীরালালের অংশগ্রহণ নিয়ে দলের মধ্যে জোর চর্চা শুরু হয়েছে।বহু কর্মীর মধ্যে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Birsingha TMC Conflict
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE