Advertisement
১০ মে ২০২৪
Mini Tornado

Mini Tornado: খড়্গপুরের সুলতানপুরে ‘মিনি টর্নেডো’য় লন্ডভন্ড গ্রাম

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যায় বৃষ্টি নামার সঙ্গে সঙ্গে একটা দমকা হাওয়া গ্রামের উপর দিয়ে বয়ে যায়।

ঝড়ে লন্ডভন্ড সুলতানপুর।

ঝড়ে লন্ডভন্ড সুলতানপুর। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা 
খড়্গপুর শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২২ ০০:০৩
Share: Save:

দু’মিনিটের ঝড়ে লন্ডভন্ড হয়ে গেল খড়্গপুরের ২ নম্বর ব্লকের সুলতানপুর গ্রাম। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যায় বৃষ্টি নামার সঙ্গে সঙ্গে একটা দমকা হাওয়া গ্রামের উপর দিয়ে বয়ে যায়। সেই হাওয়ার গতি এতটাই বেশি ছিল যে রাস্তার দু’পাশে থাকা বড় বড় গাছ, বিদ্যুতের খুঁটি উপড়ে ফেলে দিয়েছে। এটা মিনি টর্নেডো ছিল বলেই মনে করছেন স্থানীয়রা। খবর পেয়েই পরিস্থিতি খতিয়ে দেখতে সুলতানপুরে যান ব্লক উন্নয়ন আধিকারিক(বিডিও) সন্দীপ মিশ্র এবং পঞ্চায়েত সদস্যরা।

স্থানীয় বাসিন্দা বিশ্বজিৎ মানা বলেন, “সন্ধ্যায় বৃষ্টি নামার কয়েক মিনিটের মধ্যেই ঝোড়ো হাওয়া বইতে শুরু করে। মিনিট দুয়েকের সেই ঝড়ে সব লন্ডভন্ড হয়ে গিয়েছে। একাধিক গাছ ভেঙে পড়েছে। বিদ্যুতের খুঁটি উপড়ে গিয়েছে। ফলে গোটা গ্রাম বিদ্যুৎহীন হয়ে পড়েছে।” তাঁর কথায়, “এর আগে কোনও দিন এমন অল্প সময়ে ঝড়ের তাণ্ডব দেখিনি। অন্ধকারে কিছু বোঝার উপয়া নেই। সকাল হলেই বোঝা যাবে কত বাড়ি ভেঙেছে, কতটা ক্ষয়ক্ষতি হয়েছে।”

বিডিও বলেন, “মিনি টর্নেডোর খবর পেয়ে এলাকা পরিদর্শনে গিয়েছিলাম। ক্ষয়ক্ষতির পরিমাণ জানার চেষ্টা চলছে। তবে এখনই ত্রাণ দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। তবে পুলিশকে বলেছি যদি ত্রাণের প্রয়োজন হয় তা হলে তারা যেন পৌঁছে দেয়।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mini Tornado Kharagpur
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE