পেট্রল পাম্পের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা লরির ভিতরে উদ্ধার ঝুলন্ত দেহ! শনিবার ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন থানার সোনাকনিয়ার একটি পেট্রল পাম্পের পার্কিংয়ে। ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, সকালে দাঁতনের ওই পেট্রল পাম্পের পার্কিংয়ে দাঁড়ানো একটি লরির দরজার পাশে সিট বেল্ট গলায় জড়ানো অবস্থায় এক এক ব্যক্তির ঝুলন্ত দেহ দেখতে পান কয়েক জন। শুরু হয় হুলস্থুল। খবর দেওয়া হয় দাঁতন থানার পুলিশকে। কিছু ক্ষণ পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তির দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম জেগেন কে। বয়স ৪৬ বছর। বাড়ি তামিলনাড়ু রাজ্যে। ওই লরিটি তিনি চালাতেন কি না, তা এখনও স্পষ্ট নয়। খোঁজ নিচ্ছেন তদন্তকারীরা।
নামপ্রকাশে অনিচ্ছুক পুলিশের এক আধিকারিক জানান, প্রাথমিক ভাবে আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পাশপাশি ওই লরি থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে। ইতিমধ্যে মৃতের পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে।
আরও পড়ুন:
এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় স্বাভাবিক ভাবে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার তদন্তে নেমে ওই জায়গার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে দাঁতন থানার পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। জানা যাচ্ছে, আর্থিক সমস্যায় জর্জরিত ছিলেন তামিলনাড়ুর ওই ব্যক্তি। সেই কারণেই আত্মহত্যা কি না, তা তদন্তসাপেক্ষ।