বিধায়কের কাছে বিচার চাইতে গিয়ে সেখানেই অশান্তিতে জড়ালেন দুই ব্যক্তি। তাঁদের মধ্যে এক জন বিজেপির বুথ সভাপতি, অন্য জন বিজেপিকর্মী। দা দিয়ে বিধায়কের বাড়ির সামনেই বুথ সভাপতিকে কোপালেন ওই বিজেপিকর্মী। শনিবার ঘটনাটি ঘটেছে বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের বাড়ির সামনে। জখম ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তের শাস্তি চেয়েছেন বিধায়ক।
স্থানীয় সূত্রে খবর, উত্তর ২৪ পরগনার গোপালনগর থানা এলাকার পাল্লা এলাকার বাসিন্দা রামপ্রসাদ সিকদার এবং পলাশ ঢালি। রামপ্রসাদ বিজেপির বুথ সভাপতি। পলাশ বিজেপির সক্রিয় কর্মী। ভাগচাষের জমি নিয়ে তাঁদের মধ্যে বিবাদ হয়। জানা যাচ্ছে, পলাশের জমিটি ভাগে নিয়ে চাষ করতেন রামপ্রসাদ। ভাগচাষের জমির টাকা নিয়ে বিবাদ হয় দু’জনের। বিহিত চেয়ে শুক্রবার বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের বাড়িতে যান রামপ্রসাদ। কিছু ক্ষণ বাদে বিধায়কের বাড়ি পৌঁছে যান পলাশও।
অভিযোগ, সেখানে রামপ্রসাদকে দা দিয়ে আঘাত করেন পলাশ। দায়ের একটি কোপ রামপ্রসাদের মাথাতেও পড়েছে বলে জানা যাচ্ছে। উপস্থিত কয়েক জন পলাশকে আটকে রাখেন। রামপ্রসাদকে প্রথমে পাল্লা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে পরে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। খবর পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে গোপালনগর থানার পুলিশ।
আরও পড়ুন:
যে সময় এই ঘটনাটি ঘটে তখন বাড়িতে ছিলেন না বলে জানিয়েছেন বিধায়ক। স্বপন বলেন, ‘‘আমি তো ঘটনার সময় বাড়িতে ছিলাম না। পলাশ ঢালি ও রামপ্রসাদ সিকদারের প্রাথমিক ভাবে বিবাদ হয় পাল্লাবাজারের কোনও একটি দোকানে। সেখান থেকে ওরা আমার বাড়িতে আসে। এখানে এসে রামপ্রসাদ সিকদারের উপরে দা নিয়ে আক্রমণ করে পলাশ। ওর কঠোর শাস্তি হোক।’’