অভিনব কায়দায় একের পর এক এটিএম লুট করার ঘটনায় নন্দকুমার থানার পুলিশের জালে ধরা পড়লেন উত্তরপ্রদেশের এক যুবক। ধৃত যুবককে জেরা করে পুলিশ জানতে পেরেছে, মুম্বইয়ে তিনি এটিএমের টাকা হাতানোর প্রশিক্ষণ নিয়েছিলেন। সেখানে বেশ কয়েকটি এটিএমে হাত সাফাই করার পরে পূর্ব মেদিনীপুরে এসে ডেরা বাঁধেন অভিযুক্ত। ইতিমধ্যে স্থানীয় বেশ কয়েকটি এটিএমের টাকা লুট করেছেন বলে পুলিশি জেরায় স্বীকার করেছেন ওই যুবক।
শনিবার নন্দকুমার থানায় সাংবাদিক সম্মেলনে এসে তমলুকের এসডিপিও আফজল আব্রার জানিয়েছেন, ধৃত যুবক উত্তরপ্রদেশের প্রতাপগড় এলাকার বাসিন্দা। মুম্বই থেকে এটিএম লুঠ করার প্রশিক্ষণ নিয়ে এসেছে ওই যুবক। এর পরে গাড়িচালকের পরিচয় দিয়ে গত প্রায় দু’মাস ধরে হলদিয়ায় একটি বাড়ি ভাড়া করে থাকছিলেন। সেখান থেকেই মহিষাদল, নন্দকুমারে একের পর এক এটিএম থেকে গ্রাহকের টাকা লুট করেছেন তিনি।
আরও পড়ুন:
এসডিপিও জানান, গত কয়েক দিন ধরেই নন্দকুমার থানা এলাকায় এটিএমে কিছু সন্দেহজনক গতিবিধির খবর মিলছিল। পুলিশ এলাকার এটিএম গুলিতে নজরদারি বাড়ায়। এরই মাঝে নন্দকুমারের একটি সরকারি ব্যাঙ্কের এটিএমে এক যুবককে বারবার ঢুকতে ও বার হতে দেখে এলাকার বাসিন্দাদের সন্দেহ হয়। কাকতালীয় ভাবে সেই সময় ওই এটিএমেই এক পুলিশ আধিকারিক পৌঁছে যান। তিনি ওই যুবককে হাতেনাতে পাকড়াও করেন।
এসডিপিও আফজল আব্রার জানিয়েছেন, ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ করতেই একাধিক এটিএমের টাকা লুঠের খবর প্রকাশ্যে এসেছে। অভিযুক্ত স্বীকার করেছেন মহিষাদল, নন্দকুমার-সহ একাধিক এটিএম মেশিনের টাকা বার হওয়ার জায়গায় বিশেষ ধরনের আঠা লাগিয়ে গ্রাহকের টাকা হাতিয়েছেন তিনি। এর আগে মুম্বইয়ে প্রশিক্ষণ শেষ করে ভিন্রাজ্যেও একই কায়দায় টাকা হাতিয়েছেন। তবে এই কাজে ওই যুবক একাই রয়েছেন, না কি তার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছেন, তা জানতে ধৃতকে পুলিশি হেফাজতে নিয়ে জেরা চলছে।