দেওয়াল ভেঙে ঘরে ঢুকে ধান খাচ্ছে হাতি। তার ভয়ে পালাতে গিয়ে আর এক হাতির মুখে পড়লেন বৃদ্ধা। শুঁড়ে জড়িয়ে বৃদ্ধাকে পিষে দিল সেই হাতি। শনিবার রাতে এই দুর্ঘটনা ঘটেছে ঝাড়গ্রামের জামবনি থানার গিধনি রেঞ্জের আমতোলিয়া বিটের বড়রাজগ্রামে। হাতির হানায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
বন দফতর সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোরে বড়রাজগ্রামের বাসিন্দা নীলমণি মান্ডি (৬০)-র বাড়িতে হানা দিয়েছিল দু’টি হাতি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সেই সময় ওই বৃদ্ধা বাড়িতে একা ছিলেন। দু’টি হাতির মধ্যে একটি হাতি ঘরের দেওয়াল ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করে। তা দেখে বৃদ্ধা প্রাণ বাঁচাতে ঘরের বাইরে বেরোন। কিন্তু বাইরে দাঁড়িয়ে থাকা আর একটি হাতির সামনে পড়ে যান তিনি। হাতিটি শুঁড়ে জড়িয়ে তাঁকে আছাড় মারে। নীলমণিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। তবে চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানান।
আরও পড়ুন:
-
৩৫-এ ২২ নম্বর গ্র্যান্ড স্ল্যাম! নাদালের বিশ্বরেকর্ডে ভাগ জোকারের, দশম অস্ট্রেলিয়ান ওপেন জয়
-
বিমানে পাখির ধাক্কা, কলকাতা আসার কথা থাকলেও বাতিল উড়ান, যাত্রীদের জন্য বিকল্প ব্যবস্থা
-
খাদ্যসঙ্কটের উপর ‘খাঁড়ার ঘা’ পাকিস্তানে! প্রতি লিটারে ৩৫ টাকা দাম বাড়ল জ্বালানির
-
অমর্ত্যের জমি নিয়ে এ বার প্রেস বিবৃতি দিল বিশ্বভারতী
বন দফতর সূত্রে জানা গিয়েছে, ওই মহিলার পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। বন দফতর সূত্রে জানা গিয়েছে, বড়রাজগ্রাম থেকে ৩ কিলোমিটারের মধ্যে ঝাড়খণ্ড সীমানা। বনকর্মীরা জানিয়েছেন, ওই সীমানা দিয়ে গত কয়েক দিন ধরে দলছুট দু’টি হাতি আমতোলিয়ার বিভিন্ন গ্রামে ঢুকে পড়ছে খাবারের লোভে। মাঠে ধান না পেয়ে হাতি হামলা চালাচ্ছে গ্রামগুলিতে। বন দফতর সূত্রে খবর, শনিবার রাত সাড়ে ৩টে নাগাদ হাতি দু’টি ঢুকেছিল বড়রাজগ্রামে।