Advertisement
১৯ মে ২০২৪

পথ ভুলে ঘাটালে, বাংলাদেশি মহিলাকে দেশে ফেরাল পুলিশ

এক বাংলাদেশি মহিলাকে উদ্ধার করল পুলিশ। সোমবার সকালে ঘাটালের থানার শিমুলিয়া বাসস্ট্যান্ড থেকে লায়লা বেগম নামে বছর ষাটেকের ওই বৃদ্ধাকে উদ্ধার করে ঘাটাল পুলিশ। পথ ভুলে ঘাটালে আসা ওই মহিলাকে উদ্ধারের পর দিনভর টানাপড়েনও চলে।

লায়লা বেগম। নিজস্ব চিত্র।

লায়লা বেগম। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
ঘাটাল শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০১৭ ০১:১৪
Share: Save:

এক বাংলাদেশি মহিলাকে উদ্ধার করল পুলিশ। সোমবার সকালে ঘাটালের থানার শিমুলিয়া বাসস্ট্যান্ড থেকে লায়লা বেগম নামে বছর ষাটেকের ওই বৃদ্ধাকে উদ্ধার করে ঘাটাল পুলিশ। পথ ভুলে ঘাটালে আসা ওই মহিলাকে উদ্ধারের পর দিনভর টানাপড়েনও চলে। যদিও পুলিশ তাঁকে দেশে পাঠানোর ব্যবস্থা করে।

শিমুলিয়া বাসস্ট্যান্ডে ওই মহিলাকে ভাবলেশহীন ভাবে ঘোরাঘুরি করতে দেখেন স্থানীয়রা। ঘাটাল পুলিশ মহিলাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। জেরা করে পুলিশ জানতে পারে লায়লা বেগম নামে ওই মহিলার বাড়ি বাংলাদেশের রঙ্গুনিয়া থানার জৈলবাড়ি পদুয়া গ্রামে। পুলিশকে ওই মহিলা জানান,তিনি তাঁর স্বামী আয়ুব তাহের-সহ পরিবারের অনান্য সদস্যদের সঙ্গে অজম়ে়়ঢ় শরিফ দর্শনে ভারতে এসেছিলেন। কোনও কারণে পরিবারের সদস্যের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

পুলিশ প্রথমে তাঁকে পাঠায় ঘাটাল মহকুমাশাসকের আদালতে। ঘাটালের মহকুমাশাসক পিনাকীরঞ্জন প্রধান বলেন, “মহিলার সমস্ত কাগজপত্র ঠিক ছিল। তাই পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।”

জেলার পুলিশ সুপার ভারতী ঘোষের উদ্যোগে ঘাটাল থানার পুলিশ লায়লা বেগমকে বাড়ি পাঠানোয় উদ্যোগী হয়। সোমবার বিকালেই তাঁকে নিয়ে ঘাটাল পুলিশ রওনা দেয় উত্তর চব্বিশ পরগনার বারাসত থানার উদ্দেশে। ঘাটাল আদালতে দাঁড়িয়ে লায়লা বেগম বলেন, “অজম়ে়়ঢ় শরিফ দেখার জন্য ভারতে এসেছিলাম। পথ ভুলে যাওয়ার জন্য থানা-আদালতেও আসতে হবে স্বপ্নেও ভাবিনি!”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bangladeshi Woman Ghatal Police
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE