সৌম্যেন্দু অধিকারীর হাত ধরে বিজেপি-র সাংগঠনিক স্তরে ঢুকে পড়ল পূর্ব মেদিনীপুরের আধিকারী পরিবার। কাঁথি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক পদে সৌম্যেন্দুকে এনেছে বিজেপি।
কাঁথি জেলা কমিটি ঘোষিত হয়েছে মঙ্গলবার। বুধবার নয়া জেলা কমিটির পদাধিকারীদের নাম প্রকাশ্যে আসে। নবগঠিত ওই কমিটিতে তাপসকুমার দোলুই এবং মমতা মাইতির সঙ্গে জেলার সাধারণ সম্পাদকের পদ অলঙ্কৃত করছেন সৌম্যেন্দুও।
সৌম্যেন্দুর কথায় অবশ্য, ‘‘বিজেপি-তে অধিকারী পরিবারের যাত্রা শুরু বলাটা ঠিক হবে না। গত বিধানসভা নির্বাচনের আগে ডিসেম্বরে বিজেপি-তে যোগ দিয়েছিলাম। সে সময় জেলা কমিটিতে যোগ দিয়ে বিধানসভার জন্য লড়াই করেছি। যার ফলে কাঁথিতে বিজেপি ভাল ফল করেছে। এ বার সেই লড়াইয়ের পুরস্কার স্বরূপ দলীয় নেতৃত্ব আমার উপর নতুন দায়িত্ব তুলে দিয়েছেন। আমার এখন মূল লক্ষ্য সামনের পুরসভা নির্বাচনে কাঁথি এবং এগরা পুরসভার জয় ছিনিয়ে নেওয়া। সেই লক্ষ্যেই কাজে ঝাঁপাব।’’