E-Paper

মানস যেন শিক্ষক! আলোচনা দলে

মঙ্গলবার ঘাটালের টাউন হলে মাস্টার প্ল্যান নিয়ে বসেছিল বৈঠক। সেখানে মানসের ওই ভূমিকায় আলোড়ন শুরু হয়েছে তৃণমূলের অন্দরে।

অভিজিৎ চক্রবর্তী

শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫ ০৮:২৫
মানস ভুঁইয়াকে।

মানস ভুঁইয়াকে।

মাস্টার প্ল্যান নিয়ে আলোচনা। সেখানেই কার্যত শিক্ষকের ভূমিকায় দেখা গেল সেচমন্ত্রী মানস ভুঁইয়াকে। কোনও নেতার উদ্দেশে বললেন, ‘‘কী রে তোর নাকি প্রচুর টাকা। জেলা কিনতে পারবি।’’ অন্যজনকে বললেন, ‘‘তুই ঘাটালে দুর্বল নদীবাঁধগুলির নাম বলতে পারবি তো?’’ দলেরই এক জনপ্রতিনিধির কাছে জানতে চাইলেন, ‘‘মাস্টারপ্ল্যান নিয়ে প্রচার কোথায়? শুধু ভাল পোশাকে সমাজমাধ্যমে প্রচার করলে চলবে?’’

মঙ্গলবার ঘাটালের টাউন হলে মাস্টার প্ল্যান নিয়ে বসেছিল বৈঠক। সেখানে মানসের ওই ভূমিকায় আলোড়ন শুরু হয়েছে তৃণমূলের অন্দরে। কারও বক্তব্য, ‘‘সিনিয়ার হিসেবে মানসদা ওমন বলেই থাকেন।’’ কেউ বলছেন, ‘‘ভাল শিক্ষক কখনও প্রকাশ্যে ছাত্রদের অপমান করেন না।’’

বিধানসভা ভোটের আগে চর্চার কেন্দ্রে মাস্টার প্ল্যান। বন্যার জলে আটকে ছিল কাজ। ভোটের আগে ‘চোখে পড়ার মতো কাজ’ করতে মরিয়া প্রশাসন মঙ্গলবারই বসেছিল বৈঠক। তৃণমূল সূত্রের খবর, সেই বৈঠকেই শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে দেখা যায় মানসকে। সাব কমিটির সদস্যেরা নানা প্রস্তাব দিচ্ছিলেন। এরই ফাঁকে ঘাটাল সাংগঠনিক জেলার দলের এক ব্লক সভাপতির নাম ধরেই মানস উল্লেখ করেন টাকা দিয়ে জেলা কেনার প্রসঙ্গ। অন্য এক ব্লক সভাপতির পোশাকের দিকে দৃষ্টি আকর্ষণ করে, জানতে চান মাস্টার প্ল্যান নিয়ে প্রচার পর্যাপ্ত হচ্ছে কি না। পঞ্চায়েত সমিতির সহ এক সভাপতিকে উদ্দেশ্য করে বলতে শোনা যায়, ‘‘তুমি সুন্দর দেখতে। নামটাও ভাল। সেজেগুজে ভাল পোশাক পরে ফেসবুকে ও ক্যামেরায় কথা বললেই হবে! ঘাটালে কোথায় কত দুর্বল নদীবাঁধ রয়েছে বলতে পারবে? এই সব তথ্য হাতে থাকবে না।’’’ তার পরই অন্য এক ব্লক সভাপতির নাম করে মন্ত্রী বলেন, ‘‘কী রে, তুই পারবি।’’ সেই নেতা বলেন, ‘‘হ্যাঁ জানি।’’

কেন এমন আচরণ? সেচমন্ত্রী মানসের ব্যাখ্যা, ‘‘ঘাটাল মাস্টার প্ল্যান মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প। শাসক দলের নেতাদের কর্তব্য হল তা যাতে সঠিক ভাবে রূপায়িত হয় তা দেখা এবং প্রচার করা। সেখানে অভাব থাকলে অগ্রজ হিসেবে বলতেই হবে।’’ তৃণমূলের একাংশের বক্তব্য, সেচমন্ত্রী কার্যত মুখ্যমন্ত্রীর ভাষাতেই কথা বলেছেন। এটা তাঁর সাজে কি না, তা বিবেচনা করা উচিত। ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট বলেন, ‘‘প্রবীণ হিসেবে নবীনদের সেখানো ভাল। তবে শুনেছি তো বকলমে সেচমন্ত্রী অনেক স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত।’’ দিনকয়েক আগেই গিয়েছে শিক্ষক দিবস। মানস জানিয়েছেন, রাজনৈতিক নেতাদের আচরণ কেমন হওয়া উচিত তা তিনি শিখেছেন তাঁর অগ্রজ ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখোপাধ্যায়ের কাছে থেকে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Manas Bhunia ghatal

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy