Advertisement
১৯ মে ২০২৪

কাজের আশ্বাস পেয়ে চোলাই বিক্রিতে না

চোলাই মদ বিক্রি বন্ধ করলে নিয়মিত মিলবে একশো দিনের কাজ। লালগড়ের বিডিও জ্যোতিন্দ্রনাথ বৈরাগীর এমন আশ্বাসে মদ বিক্রি করবেন না বলে বৃহস্পতিবার প্রতিশ্রুতি দিলেন জনা সত্তর মহিলা।

নিজস্ব সংবাদদাতা
লালগড় শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০১৭ ০০:২৯
Share: Save:

চোলাই মদ বিক্রি বন্ধ করলে নিয়মিত মিলবে একশো দিনের কাজ। লালগড়ের বিডিও জ্যোতিন্দ্রনাথ বৈরাগীর এমন আশ্বাসে মদ বিক্রি করবেন না বলে বৃহস্পতিবার প্রতিশ্রুতি দিলেন জনা সত্তর মহিলা।

লালগড়ের বিভিন্ন এলাকায় প্রায়ই প্রকাশ্যে মদ বিক্রি হয় বলে অভিযোগ। এলাকার প্রভাবশালী কয়েকজন লোকের মদতে দিনের পর দিন এমন কারবার চলছে বলে অভিযোগ। মদের নেশায় অনেকে সর্বস্বান্তও হয়ে পড়ছেন। সাপ্তাহিক হাটবারের দিনে প্রকাশ্যে মদ বিক্রির বহর বাড়ে। বুধবার লালগড় ব্লক অফিসের কাছে প্রকাশ্যে কয়েকজন মহিলা মদ বিক্রি করছিলেন বলে অভিযোগ। এ দিন দুপুরে বিডিও’র উপস্থিতিতে স্বসহায়ক দলের সদস্যরা বেআইনি মদ বিক্রির বিরুদ্ধে অভিযান চালান। বৃহস্পতিবার ওই মহিলারা সটান হাজির হন ব্লক অফিসে। বিডিও-র অফিস ঘরের সামনে কার্যত বিক্ষোভ শুরু করেন তাঁরা।

ওই মহিলাদের অভিযোগ, এলাকায় নিয়মিত একশো দিনের কাজ অথবা দিনমজুরির কাজ মেলে না বলে তাঁরা মদ বিক্রি করতে বাধ্য হন। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, এলাকায় আরও অনেক জায়গায় প্রকাশ্যে মদ বিক্রি হচ্ছে, অথচ ওই সব জায়গায় অভিযান চালানো হচ্ছে না। শেষ পর্যন্ত বিডিও জ্যোতিন্দ্রনাথ বৈরাগীর আশ্বাসে ফিরে যান ওই মহিলারা। বিডিও জানান, আগামী সোমবার থেকে ওই মহিলাদের একশো দিনের প্রকল্পে নিয়মিত কাজের ব্যবস্থা করা হবে। বেআইনি মদ বিক্রির বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানোর জন্য আবগারি দফতরকে জানানো হবে। জ্যোতিন্দ্রনাথবাবু বলেন, “মদের নেশায় এলাকার তরুণ প্রজন্মের সর্বনাশ হচ্ছে। অকালে প্রাণহানি ঘটছে। তাই বেআইনি চোলাই বিক্রির বিরুদ্ধে অভিযান চালিয়েছি।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Lalgarh Brew Alcohol
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE