Advertisement
০৪ মে ২০২৪

প্রশিক্ষণ শিবিরে হামলা চালানোয় অভিযুক্ত তৃণমূল

স্বসহায়ক গোষ্ঠীর সদস্যদের নিয়ে প্রশিক্ষণ শিবিরে হামলা চালিয়ে শিবির বানচাল করার অভিযোগ উঠেছে তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে। মঙ্গলবার ময়না ব্লকের শ্রীকণ্ঠা গ্রামপঞ্চায়েত অফিসের কাছে উত্তমপুর গ্রামের ঘটনা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

নিজস্ব সংবাদদাতা
তমলুক শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৬ ০০:০০
Share: Save:

স্বসহায়ক গোষ্ঠীর সদস্যদের নিয়ে প্রশিক্ষণ শিবিরে হামলা চালিয়ে শিবির বানচাল করার অভিযোগ উঠেছে তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে। মঙ্গলবার ময়না ব্লকের শ্রীকণ্ঠা গ্রামপঞ্চায়েত অফিসের কাছে উত্তমপুর গ্রামের ঘটনা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

শ্রীকণ্ঠা গ্রামপঞ্চায়েত এলাকার ৩১ টি স্বসহায়ক গোষ্ঠীর প্রতিটি থেকে দু’জন করে সদস্যদের অ্যাকাউন্ট নিয়ে প্রশিক্ষণ দেওয়ার জন্য একটি সঙ্ঘকে দায়িত্ব দেয় ব্লক প্রশাসন। সোমবার পঞ্চায়েত অফিসের কাছে এক ব্যক্তির বাড়ি ভাড়া নিয়ে তিনদিনের ওই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছিল। মঙ্গলবার শিবির চলাকালীন স্থানীয় একদল তৃণমূল গোষ্ঠীর সদস্যদের হেনস্থা করে বলে অভিযোগ। পরে ময়না থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সঙ্ঘের তরফে ওই হামলার ঘটনার বিষয়ে ময়না থানায় অভিযোগ দায়ের করা হয়। সঙ্ঘের সম্পাদিকা বর্ণালী অধিকারীর অভিযোগ, ‘‘ব্লক প্রশাসনের নির্দেশ অনুযায়ী পঞ্চায়েত অফিসের ঘর ব্যবহারের জন্য অনুমতি চেয়েছিলাম। কিন্তু পঞ্চায়েত প্রধান অনুমতি না দেওয়ায় অফিসের কাছে একটি বাড়িতে ওই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছিল। এ দিন পুলিশ এসে পরিস্থিতি সামাল দিলেও হামলাকারীদের ধরেনি।’’

ময়নার প্রাক্তন বিধায়ক তথা কংগ্রেস নেতা মানিক ভৌমিকের অভিযোগ, ‘‘স্ব সহায়ক গোষ্ঠীর সদস্যদের প্রশিক্ষণ শিবিরে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ দিন তৃণমূলের লোকেরা হামলা করেছে। হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশের কাছে দাবি জানিয়েছি।’’ অভিযোগ অস্বীকার করে ব্লক তৃণমূল সভাপতি সুব্রত মালাকার বলেন, ‘‘গ্রামপঞ্চায়েতকে এড়িয়ে ওই প্রশিক্ষণ শিবির করা হয়েছিল ব্যক্তিগত বাড়িতে। এ নিয়ে আমাদের লোকেরা আপত্তি জানিয়েছিল। কিন্তু স্থানীয় কংগ্রেস ও সিপিএমের লোকেরা মিলে তা নিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

TMC congress camp attack
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE