পুলিশ ফাঁড়ির থেকে ঢিলছোড়া দূরত্বে বিজেপি-র দলীয় কার্যালয় দখলের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। পুলিশের কাছে অভিযোগ জানাতে গিয়ে ফুলের তোড়া নিয়ে গেলেন বিজেপি নেতৃত্ব। অবশ্য গেরুয়া শিবিরের থেকে ফুলের তোড়া গ্রহণ না করলেও তদন্তের আশ্বাস দিয়েছে পুলিশ। অন্য দিকে, কার্যালয় দখলের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
মঙ্গলবার সন্ধ্যায় ফুলের তোড়া সহ এই বিচিত্র প্রতিবাদের ছবি দেখা গেল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ ব্লকের রামজীবনপুর পুলিশ ফাঁড়িতে। চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রে বিজেপি-র প্রার্থী শিবরাম দাস, রামজীবনপুর মণ্ডল বিজেপি-র সভাপতি নন্দ নিয়োগী-সহ দলীয় নেতা-কর্মীরা প্ল্যাকার্ড হাতে ধিক্কার জানিয়ে অভিযোগপত্র নিয়ে পুলিশ ফাঁড়িতে সটান হাজির। ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের হাতে তাঁরা ফুলের তোড়া তুলে দিতে গেলে তা অবশ্য তিনি নেননি। যদিও অভিযোগ খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা গ্রহণের কথা বলেছেন তিনি।