Advertisement
২৭ এপ্রিল ২০২৪

ফুটির প্রশিক্ষণ ঘিরে মাতল দাসপুর

অষ্ট্রেলিয়ার জাতীয় খেলা ‘অস্ট্রেলিয়ান রুলস্ ফুটবল’ এর প্রশিক্ষণ শিবির হয়ে গেল দাসপুরের প্রত্যন্ত গ্রাম কলমিজোড়ে।

চলছে খেলা। কৌশিক সাঁতরার তোলা ছবি।

চলছে খেলা। কৌশিক সাঁতরার তোলা ছবি।

অভিজিৎ চক্রবর্তী
দাসপুর শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০১৬ ০০:৪৭
Share: Save:

অষ্ট্রেলিয়ার জাতীয় খেলা ‘অস্ট্রেলিয়ান রুলস্ ফুটবল’ এর প্রশিক্ষণ শিবির হয়ে গেল দাসপুরের প্রত্যন্ত গ্রাম কলমিজোড়ে।

রবিবার স্থানীয় তরুণ সঙ্ঘের উদ্যোগে কলমীজোড় প্রাথমিক স্কুল মাঠে ‘অস্ট্রেলিয়ান রুলস্ ফুটবল’ এর রাজ্য চ্যাম্পিয়ন প্রতিযোগিতার জন্য দাসপুরের মোট ১২ জন প্রতিযোগীকে বাছাই করলেন অস্ট্রেলিয়ার অ্যাডিলেড শহরের ফিনডার বিশ্ববিদ্যালয়ের আট ছাত্র।

অষ্ট্রেলিয়ান রুলস্ ফুটবলের ডাক নাম ফুটি। আগামী মাসের গোড়ায় টিটাগড়ে এই খেলার রাজ্যস্তরের প্রতিযোগিতাটি হবে।ওই প্রতিযোগিতাতেই এউ প্রতিযোগীরা যোগ দেবেন।

রবিবার ভোরেই কলমিজোড় প্রাথমিক তরুণ সঙ্ঘের মাঠটি দখল নেয় পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। পরে উদ্যোক্তারা ঘোষণা করেন, “ফুটির রাজ্য চ্যাম্পিয়ন প্রতিযো‌গিতায় যোগ দেওয়ার প্রশিক্ষণ এটি।’’ প্রশিক্ষণ দেবেন অস্ট্রেলিয়ার ২জন মহিলা সহ মোট আটজন। শিবিরের উদ্বোধন করেন জেলার শিক্ষা কর্মাধ্যক্ষ শ্যাম পাত্র। তারপর সকাল দশটা নাগাদ অষ্ট্রেলিয়ার ওই প্রশিক্ষকেরা লেদারের তৈরি ডিম্বাকৃতি বলটি নিয়ে মাঠে নামেন।

অস্ট্রেলিয়ান রুলস্ ফুটবল বা ফুটি খেলাটি ঠিক কেমন?

জানা গিয়েছে, অস্ট্রেলিয়ার ক্রিকেটার রিকি পন্টিং এর হাত ধরেই ২০০৮ সালে দেশের মাটিতে অষ্ট্রেলিয়ান রুলস্ ফুটবল খেলাটি শুরু হয়। ওই বছর নাইট রাইডার্সের হয়ে খেলতে এসেছিলেন রিকি পন্টিং। তখনই ভারতীয় কবাডি অ্যাসোসিয়েশনের সদস্যদের সঙ্গে রিকি পন্টিং এর মৌখিক ‘চুক্তি’ও হয়। রিকি পন্টিং এর হাত ধরে যেমন ভারতে খেলাটি লঞ্চ হয় তেমনি রিকির হাত ধরেই ভারতের জাতীয় খেলা কবাডি শুরু হয় অষ্ট্রেলিয়ার মাটিতে। এদিনও দাসপুরের কলমীজোড়ে শিবিরে প্রশিক্ষণ শুরুর আগে অষ্ট্রেলিয়ার ওই আট প্রশিক্ষক দাসপুরের ছেলেদের সঙ্গে কবাডিও খেলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Australian rules football
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE