Advertisement
E-Paper

সিদ্ধার্থের পাল্টা প্রচারে কে, তৎপরতা তৃণমূলে

মঙ্গলবারই খড়্গপুরে পুরভোটের প্রচারে এসেছিলেন বিজেপির অন্যতম কেন্দ্রীয় সম্পাদক তথা দলের তরফে এ রাজ্যের পর্যবেক্ষক সিদ্ধার্থনাথ সিংহ। আর বুধবারই তৃণমূল-শিবিরে সিদ্ধার্থনাথের পাল্টা কারও খোঁজ শুরু হল। জেলা তৃণমূল নেতৃত্ব চাইছেন, হিন্দিভাষী কোনও নেতাকে এনে রেল-এলাকায় প্রচার চালাতে। সেই মতো দীনেশ ত্রিবেদী, সুলতান আহমেদদের প্রচারে চেয়ে রাজ্য নেতৃত্বের কাছে দরবারও করেছেন তাঁরা। তৃণমূলের জেলা সভাপতি দীনেন রায় বলেন, ‘‘পুরভোটের প্রচারে রাজ্য নেতৃত্বের অনেকেই খড়্গপুরে আসবেন। সুলতান আহমেদের মতো সাংসদেরা আসতেই পারেন। ইতিমধ্যে কিছু প্রচারসূচি চূড়ান্ত হয়েছে। আরও কিছু প্রচারসূচি দু’-তিন দিনের মধ্যেই চূড়ান্ত হবে।’’

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০১৫ ০০:০২

মঙ্গলবারই খড়্গপুরে পুরভোটের প্রচারে এসেছিলেন বিজেপির অন্যতম কেন্দ্রীয় সম্পাদক তথা দলের তরফে এ রাজ্যের পর্যবেক্ষক সিদ্ধার্থনাথ সিংহ। আর বুধবারই তৃণমূল-শিবিরে সিদ্ধার্থনাথের পাল্টা কারও খোঁজ শুরু হল। জেলা তৃণমূল নেতৃত্ব চাইছেন, হিন্দিভাষী কোনও নেতাকে এনে রেল-এলাকায় প্রচার চালাতে। সেই মতো দীনেশ ত্রিবেদী, সুলতান আহমেদদের প্রচারে চেয়ে রাজ্য নেতৃত্বের কাছে দরবারও করেছেন তাঁরা। তৃণমূলের জেলা সভাপতি দীনেন রায় বলেন, ‘‘পুরভোটের প্রচারে রাজ্য নেতৃত্বের অনেকেই খড়্গপুরে আসবেন। সুলতান আহমেদের মতো সাংসদেরা আসতেই পারেন। ইতিমধ্যে কিছু প্রচারসূচি চূড়ান্ত হয়েছে। আরও কিছু প্রচারসূচি দু’-তিন দিনের মধ্যেই চূড়ান্ত হবে।’’

রেলশহরে বিজেপির মোকাবিলায় এ বার এক ঝাঁক ‘হেভিওয়েট’ নেতাকে প্রচারের ময়দানে নামাচ্ছে তৃণমূল। আজ, বৃহস্পতিবার থেকেই এঁদের আসা-যাওয়া শুরু হচ্ছে। তৃণমূল সূত্রে খবর, আজ, বৃহস্পতিবার খড়্গপুরে আসছেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। কাল, শুক্রবার আসার কথা পার্থ চট্টোপাধ্যায়, রাজীব বন্দ্যোপাধ্যায়ের। আর আগামী বুধবার খড়্গপুরে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো তথা যুব তৃণমূলের রাজ্য সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী, ফিরহাদ হাকিম, বেচারাম মান্নার মতো নেতারাও আসছেন বলে খবর। এক তৃণমূল নেতার কথায়, ‘‘১৮ এপ্রিল কলকাতায় ভোট রয়েছে। সেটা মিটলেই দলের অনেকে খড়্গপুরে আসবেন।’’

রেলশহরের পুরভোটকে এ বার ‘পাখির চোখ’ করেছে বিজেপি। হেভিওয়েটদের এনে প্রচারে ঝড় তোলার পরিকল্পনা তৈরি করে ফেলেছে তারা। মঙ্গলবার প্রচারে এসেছিলেন সিদ্ধার্থনাথ সিংহ। আজ, বৃহস্পতিবার আসছেন বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিংহ। আগামী মঙ্গলবার আসার কথা বাবুল সুপ্রিয়র। দলের এক সূত্রে খবর, খড়্গপুরে রাহুলবাবু রোড-শোও করবেন। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে এ রাজ্যের পর্যবেক্ষক সিদ্ধার্থনাথ পুরভোটের প্রচারে খড়্গপুরে এসে যে ভাবে বেশ কয়েকটি রেলবস্তি পরিদর্শন করেছেন, যে ভাবে বাসিন্দাদের সঙ্গে মিশে গিয়েছেন, বাসিন্দারাও যে ভাবে তাঁর কাছে নিজেদের সমস্যা-বঞ্চনার কথা বলেছেন, তাতে সিঁদুরে মেঘ দেখছেন তৃণমূলের একাংশ নেতা। বুধবার জেলা তৃণমূলের এক নেতা বলছিলেন, ‘‘এটাকে (পুরভোট) টি-২০ ম্যাচ হিসেবে দেখা ঠিক হবে না! ওয়ান-ডে হিসেবেই দেখতে হবে!”

গত লোকসভা ভোটে খড়্গপুরে আশাতীত ফল হয় বিজেপির। লোকসভার নিরিখে এখানে ৩৫টি ওয়ার্ডের মধ্যে ১৯টিতেই এগিয়ে গেরুয়া-শিবির। এর মধ্যে ৮টিই রেল-এলাকার। এর মধ্যে অন্তত ৩-৪টি দখলে রাখা জরুরি বলেই মনে করছেন তৃণমূলের একাংশ নেতা। তৃণমূলের এক জেলা নেতার কথায়, “রেল এলাকার ৩-৪টি ওয়ার্ড দখলে না এলে একক ভাবে পুরবোর্ড গঠনে সমস্যা হতে পারে!’’ দিন কয়েক আগেই রেলশহরে এসেছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। বুঝিয়ে দিয়ে গিয়েছিলেন, কংগ্রেস নয়, এখানে তাদের প্রধান প্রতিপক্ষ বিজেপি। সব স্তরের কর্মীদের প্রচারে ঝাঁপানোর নির্দেশ দেওয়া হয়। পুরভোটে দলের রণকৌশল ঠিক করতে রেলশহরে গিয়ে রুদ্ধদ্বার বৈঠকও করেন শাসক দলের জেলা নেতৃত্ব। বৈঠক থেকেই খড়্গপুর পুরভোটের জন্য কমিটি গড়া হয়। তৃণমূল সূত্রে খবর, রেলশহরের পুরভোটে দলের প্রচারসূচি নিয়ে বুধবারই তৃণমূলের জেলা সভাপতি দীনেন রায়ের সঙ্গে ফোনে কথা হয়েছে সুব্রত বক্সী, পার্থ চট্টোপাধ্যায়ের। তৃণমূলের শীর্ষ নেতৃত্ব বুঝিয়ে দিয়েছেন, বিজেপি যে সব এলাকায় এগিয়ে রয়েছে, সেখানে প্রচারে বাড়তি গুরুত্ব দিতে হবে।

Siddharth Nath Singh Kharagpur Trinamool CPM BJP Municipal election Medinipur
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy