সবং কলেজের সামনে অবস্থান উঠে গিয়েছিল বৃহস্পতিবার। আর শুক্রবার মেদিনীপুরে অবস্থান কর্মসূচি করলেন কংগ্রেসের জেলা নেতৃত্ব। দুপুরে শহরের গাঁধীমূর্তির পাদদেশে এই কর্মসূচিতে ছিলেন জেলা কংগ্রেস সভাপতি বিকাশ ভুঁইয়া, দলের শহর সভাপতি সৌমেন খান। কংগ্রেসের অভিযোগ, সবংয়ের ছাত্র খুনের ঘটনায় ছাত্র পরিষদের (সিপি) ছেলেদের ফাঁসিয়ে দেওয়া হচ্ছে।
চারদিন অবস্থান চলার পরে বৃহস্পতিবারই সবং কলেজের সামনে থেকে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নেয় কংগ্রেস। দলীয় নেতৃত্ব জানিয়ে দেন, কলেজের সামনে থেকে অবস্থান উঠে গেলেও আন্দোলন সারা রাজ্যে ছড়িয়ে পড়বে। আগামী ৮ সেপ্টেম্বর প্রদেশ সভাপতি অধীর চৌধুরীর নেতৃত্বে নবান্ন অভিযান হবে। ১৬ সেপ্টেম্বর কলকাতায় গাঁধীমূর্তির পাদদেশে অবস্থানে বসবে কংগ্রেস।
এ দিন মেদিনীপুরে অবস্থান মঞ্চে জেলা কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন। তাঁদের বক্তব্য, কংগ্রেস উগ্র আন্দোলনে বিশ্বাস করে না। একটা উগ্র আন্দোলন আর একটা উগ্র আন্দোলনের জন্ম দেয়। কংগ্রেস যদি হিংসার রাজনীতি করত, তাহলে পুলিশ চক্রান্ত করে নির্দোষ ব্যক্তিদের উপরে অত্যাচার করতে পারত না। তবে এটাকে দুর্বলতা ভাবলে ভুল হবে। কংগ্রেসের দাবি, মুখ্যমন্ত্রীর নির্দেশে জেলা পুলিশ সুপার নতুন করে মামলা সাজাচ্ছেন। সবংয়ের ঘটনা নিয়ে গণ আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেন নেতৃত্ব।