Advertisement
২৫ এপ্রিল ২০২৪

মোদীর শপথে আমন্ত্রণ লাল্টুর পরিবারকে

পরিবারের এক জন অসুস্থ হওয়ায় শেষ মুহূর্তে নয়াদিল্লি যেতে পারলেন না তাঁরা।

শেষ মুবূর্তের প্রস্তুতি। ছবি: পিটিআই।

শেষ মুবূর্তের প্রস্তুতি। ছবি: পিটিআই।

নিজস্ব সংবাদদাতা
রামপুরহাট শেষ আপডেট: ৩০ মে ২০১৯ ০১:২১
Share: Save:

প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে যাওয়ার আমন্ত্রণ পেলেন নলহাটির বাউটিয়া গ্রামের মৃত যুবক লাল্টু দাসের স্ত্রী ও মা। বুধবার কলকাতা থেকে দিল্লির পথে রওনা দেওয়ার কথা ছিল তাঁদের। কিন্তু পরিবারের এক জন অসুস্থ হওয়ায় শেষ মুহূর্তে নয়াদিল্লি যেতে পারলেন না তাঁরা।

বিজেপির জেলা সভাপতি রামকৃষ্ণ রায় জানান, পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন জমা দেওয়া ঘিরে নলহাটিতে বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের ঝামেলা হয়েছিল। পুলিশ লাঠিচার্জ করে। সেই সময় লাল্টু দাস সাইকেলে জাতীয় সড়ক দিয়ে যাচ্ছিলেন। লাঠিচার্ড চলছে দেখে দ্রুত সেখান থেকে পালানোর চেষ্টা করতে গিয়ে দুর্ঘটনায় মারা যান। বিজেপি জেলা সভাপতির দাবি, দলের রাজ্য নেতৃত্বের তরফে লাল্টু দাসের পরিবারকে ২ লক্ষ টাকা দিয়ে সাহায্য করা হয়েছে।

বিজেপির বাউটিয়া গ্রামের নেতা ছোটন মেহেনা জানান, লাল্টু দাসের পরিবারকে নয়াদিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণের বিষয়টি রাজ্য নেতৃত্বের তরফে জেলা স্তরে মঙ্গলবার পৌঁছেছিল। মঙ্গলবারই তা ওই পরিবারকে জানানো হয়।

লাল্টু দাসের স্ত্রী মনসাদেবী ও মা শোভাদেবী বলেন, ‘‘মঙ্গলবার বিকেল চারটের সময় ফোনে জানতে পারি আমাদের নরেন্দ্র মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। খুব খুশি হয়েছিলাম। ব্যাগ গোছানো হয়ে গিয়েছিল। কিন্তু আচমকা শরীর খারাপ হওয়ায় যেতে পারলাম না। শপথগ্রহণ অনুষ্ঠান টেলিভিশনেই দেখব।’’

বিজেপি সূত্রে জানা গিয়েছে, নরেন্দ্র মোদীর শপথগ্রহণ উপলক্ষ্যে জেলা জুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করেছেন দলের কর্মী-সমর্থকেরা। কোথাও বিজয় মিছিল, কোথাও শপথগ্রহণ অনুষ্ঠান বড়পর্দায় দেখানোর ব্যবস্থা করা হয়েছে। দলের জেলা সহ-সভাপতি শুভাশিস চৌধূরী বলেন, ‘‘মোদিজীর সমৃদ্ধ ভারত গড়ার স্বপ্ন সফল করতে তারাপীঠে যজ্ঞের আয়োজন করা হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE