রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কৃষি নীতির প্রতিবাদে কনভেনশন করল পশ্চিমবঙ্গ প্রদেশ কিসান কংগ্রেস। কৃষকদের জন্য ফসলের ন্যূনতম সহায়ক মূল্য, কৃষিঋণ মুকুবের দাবি ও বীজ বণ্টনে স্বজন-পোষণের অভিযোগ নিয়ে কনভেনশনে সরব হয়েছেন প্রতিনিধিরা। প্রদেশ কংগ্রেসের দফতর বিধান ভবনে ওই কনভেনশনে যোগ দিতে এসেছিলেন সর্বভারতীয় কিসান কংগ্রেসের সমন্বয়ক অমিয় পট্টনায়ক। সভাপতিত্ব করেন প্রদেশ কিসান কংগ্রেসের চেয়ারম্যান তপন দাস। কনভেনশনের মূল বক্তা ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। বিধান ভবনের ওই আলোচনা-সভায় ভিন্ রাজ্যে বাংলাভাষীদের উপরে আক্রমণের বিষয়টিও উঠেছিল। বিভিন্ন রাজ্যে বাংলাভাষীদের হেনস্থার প্রতিবাদে ও বাংলা ভাষার মর্যাদা রক্ষার দাবিতে আজ, বৃহস্পতিবার কলকাতায় জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে কলেজ স্ট্রিটে বিদ্যাসাগর মূর্তি পর্যন্ত মিছিলের ডাক দিয়েছে প্রদেশ কংগ্রেস। ওই মিছিলে কিসান কংগ্রেসের প্রতিনিধিরাও অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)