নদিয়ার চাপড়ার ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকার শিকড়া গ্রাম থেকে এক অনুপ্রবেশকারী-সহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার মধ্যরাতে রাসল ইসলাম নামে ওই অনুপ্রবেশকারীকে পুলিশ হাতেনাতে ধরে ফেলে।
সুত্রের খবর, আদতে বাংলাদেশের নাগরিক রাসেল, আবদুল সালাম মণ্ডল নামে এক দালালের সাহায্যে ভুয়ো পরিচয়পত্র তৈরি করেন। তার পর অবৈধ ভাবে এ দেশে প্রবেশ করে সীমান্তবর্তী এলাকায় কিছু দিন গা ঢাকা দিয়ে থাকেন তিনি।পরে রাজমিস্ত্রীর কাজ নিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় বসবাস করতে শুরু করেন।
পরবর্তী কালে, অনুপ্রবেশ ঠেকাতে প্রশাসনের কড়া পদক্ষেপ এবং সীমান্তে কড়া নজরদারির বিষয়ে জানতে পেরে তিনি বাংলাদেশ ফিরে যাওয়ার পরিকল্পনা করেন। সেইমতো মঙ্গলবার গভীর রাতে গোপনে সীমান্ত পেরোনোর ছক কষেছিলেন ওই ব্যক্তি। কিন্তু গোপন সুত্রে খবর পেয়ে পুলিশ সেই এলাকায় হানা দিয়ে তাকে আটক করে। পরে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলে, পুলিশি জেরার মুখে ভেঙে পড়েন তিনি। সেই দালালের কথা পুলিশকে জানান। পুলিশ দু’জনকে গ্রেফতার করে কৃষ্ণনগর আদালতে হাজির করে।