মাদক ব্যবসা এবং আর্থিক প্রতারণায় জড়িত এক ব্যক্তির সম্পত্তি বাজেয়াপ্ত করল মুর্শিদাবাদ জেলা পুলিশ। অভিযোগ দায়ের করা হয় সালের গোলাম মোস্তফা ওরফে মঙ্গল নামের এক ব্যক্তির বিরুদ্ধে।
স্থানীয় সুত্রে খবর, বিভিন্ন ধরনের মাদকের ব্যবসা করে অল্প দিনে আর্থিক ভাবে বেশ ফুলেফেঁপে ওঠেন মঙ্গল। লালগোলা থানা এলাকার একাধিক জায়গায় কোটি কোটি টাকার সম্পত্তি গড়ে তলেন তিনি। তা পুলিশের নজরে পড়তে বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করে তদন্তে নামে তারা। লালবাগ আদালতে বিষয়টি জানানো হলে, অভিযুক্তের কাছ থেকে এই বিশাল সম্পত্তির আর্থিক লেনদেনের তথ্য চেয়ে নটিস পাঠায় আদালত। একাধিক নটিস পাঠানোর পরেও তেমন সন্তোষজনক কোনও উত্তর না মেলায়, সম্পত্তি বাজেয়াপত করার নির্দেশ দেয় আদালত।
আরও পড়ুন:
সেইমতো বুধবার পুলিশ গিয়ে মঙ্গলের বাড়িতে নোটিস টাঙিয়ে দিয়ে আসে। এর পাশাপাশি আদালত স্পষ্ট জানিয়ে দেয় যে তদন্ত শেষ না হওয়া অবধি, কোনও পরিস্থিতে বাজেয়াপ্ত হওয়া সম্পত্তি, মঙ্গল বা তার পরিবারের সদস্যরা ব্যবহার, বিক্রি, লিজ় দেওয়া এবং হস্তান্তর করতে পারবেন না।