Advertisement
E-Paper

রাজ্যে কত ওয়াকফ সম্পত্তি আছে? তালিকা-সহ শ্বেতপত্র প্রকাশের দাবি জানালেন অধীর

শনিবার বহরমপুর টেক্সটাইল মোড়ে ওয়াকফ আইন বাতিলের দাবিতে সভা করেন অধীর চৌধুরী। সেই সভায় তিনি জানান, সংশোধিত ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে যেমন ধারাবাহিক আন্দোলন চলছে, তেমনই চলবে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ মে ২০২৫ ০০:২০
বহরমপুরে সভা করলেন প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী।

বহরমপুরে সভা করলেন প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী। —নিজস্ব চিত্র।

রাজ্যে কত ওয়াকফ সম্পত্তি রয়েছে, তার তালিকা তৈরি করার দাবি জানালেন প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী। পাশাপাশি, সেই মর্মে শ্বেতপত্র প্রকাশ করার দাবিও জানান তিনি। সংশোধিত ওয়াকফ আইন নিয়ে বহরমপুরের সভা থেকে কেন্দ্র এবং রাজ্যকে একযোগে আক্রমণ করেন অধীর। তাঁর মুখে যেমন শোনা গিয়েছে কেন্দ্রীয় সরকারের বিরোধিতা, তেমনই ওয়াকফ আইন নিয়ে রাজ্য বিধানসভার ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বহরমপুরে প্রাক্তন সাংসদ। আগামী সোমবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ সফরে যাবেন। তার আগে বহরমপুরের সভা থেকে শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়ে রাখলেন অধীর।

শনিবার বহরমপুর টেক্সটাইল মোড়ে ওয়াকফ আইন বাতিলের দাবিতে সভা করেন অধীর। সেই সভায় তিনি জানান, আইন প্রত্যাহারের দাবিতে যেমন ধারাবাহিক আন্দোলন চলছে, তেমনই চলবে। তাঁর কথায়, “ওয়াকফ সম্পত্তির সঠিক ব্যবহার হলে সেখান থেকে মুসলিম সমাজের জন্য ১২ থেকে ১৫ হাজার কোটি টাকা রোজগার সম্ভব। এটা মুসলমানদের লড়াই নয়।” তাঁর দাবি, স্বাধীন ধর্মচরণের সাংবিধানিক অধিকার হরণের বিরুদ্ধে এই প্রতিবাদ। শুধু তা-ই নয়, কেন্দ্র এবং রাজ্যকে ওয়াকফ সম্পত্তি নিয়ে শ্বেতপত্র প্রকাশ করার দাবিও জানান অধীর। একই সঙ্গে তিনি কংগ্রেস কর্মী-সমর্থকদের উদ্দেশে বলেন, “মুর্শিদাবাদে নবাবের সম্পত্তি রক্ষা করতে হবে।” রাজ্য বিধানসভায় ওয়াকফ আইনের বিরুদ্ধে সর্বদলীয় প্রস্তাব আনারও প্রস্তাব দেন অধীর।

শনিবারের সভায় অধীর ছাড়াও উপস্থিত ছিলেন মালদহ দক্ষিণের কংগ্রেস সাংসদ ইশা খান চৌধুরী, রাজ‍্যের প্রাক্তন মন্ত্রী মনোজ চক্রবর্তী ও অন্যান্য কংগ্রেস নেতৃত্ব। অধীরের সুরে সুর মেলান ইশা। পাশাপাশি তিনি এ-ও বলেন, “ওয়াকফ নিয়ে দেশ জুড়ে যে ঘৃণার পরিবেশ তৈরি করা হচ্ছে, তা কাম্য নয়। কংগ্রেস চাইছে সারা দেশে সৌভ্রাতৃত্বের মধ্যে দিয়ে উন্নয়ন করতে।”

সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদকে ঘিরে মুর্শিদাবাদের সুতি, ধুলিয়ান শমসেরগঞ্জ-সহ বেশ কিছু এলাকায় গোষ্ঠী সংঘর্ষে অশান্তি তৈরি হয়েছিল। তিন জনের মৃত্যুও হয়। লুট হয়েছে বহু দোকানপাট। ভাঙচুর হয়েছে বাড়িঘরও। অশান্ত মুর্শিদাবাদ এখন অনেকটাই শান্ত। আগামী সোমবার সেই মুর্শিদাবাদেই যাচ্ছেন মুখ্যমন্ত্রী। এই সফরে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। শুধু তা-ই নয়, শমসেরগঞ্জের সাম্প্রতিক হিংসায় ক্ষতিগ্রস্ত বেশ কিছু পরিবার এবং দোকানদারের সঙ্গে দেখা করারও কথা রয়েছে তাঁর। প্রশাসনিক বৈঠকও করার কথা আছে তাঁর। সেই আবহেই মুর্শিদাবাদে সভা করলেন বহরমপুরের প্রাক্তন সাংসদ।

Waqf Act Protest Adhir Ranjan Chowhury Congress Berhampore
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy