লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু বৃদ্ধার। বুধবার সকালে মুর্শিদাবাদের নওদার চণ্ডীপুর এলাকায় ঘটনাটি ঘটেছে। সূত্রের খবর, বুধবার সকালে হেঁটে নওদার শিবনগর থেকে পাটিকাবাড়ি যাচ্ছিলেন বৃদ্ধা আছিয়া বিবি। পথে আমতলা পাটিকাবাড়ি রাজ্য সড়কের উপর চণ্ডীপুর এলাকায় একটি মালবাহী লরি এসে পিছন থেকে ধাক্কা মারে লরিটি। লরির ধাক্কায় বৃদ্ধা পড়ে গেলে তাঁর উপর দিয়েই চলে যায় লরির চাকা। তাতে থেঁতলে যায় বৃদ্ধার দেহ।
আরও পড়ুন:
স্থানীয় সূত্রে খবর, আছিয়া নওদার শিবনগর এলাকার বাসিন্দা। লরির ধাক্কায় তাঁর মৃত্যুর খবর পেয়েই ঘটনাস্থলে যায় নওদা থানার পুলিশ। বৃদ্ধার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘাতক লরিটিকে আটক করা গেলেও চালক এখনও পলাতক বলে খবর পুলিশ সূত্রে।