Advertisement
২৬ এপ্রিল ২০২৪
CBI

Coal scam Case: কয়লা-কাণ্ডের তদন্তে সিবিআই-এর প্রশ্নের মুখে সিআইএসএফ আধিকারিক

কয়লা-কাণ্ডে তদন্তে জেলায় জেলায় হানা সিবিআই আধিকারিকদের।

কয়লা-কাণ্ডে সিবিআইয়ের হানা।

কয়লা-কাণ্ডে সিবিআইয়ের হানা। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
আসানসোল, ফরাক্কা শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২১ ১১:৪২
Share: Save:

কয়লা-কাণ্ডে তদন্তে জেলায় জেলায় হানা সিবিআই আধিকারিকদের। বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদের ফরাক্কায় এবং পশ্চিম বর্ধমানের আসানসোলে হানা দেয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

সিআইএসএফ আধিকারিক আনন্দকুমার সিংহের বাড়ি ফরাক্কায়। কয়লা পাচার-কাণ্ডে তাঁর নাম উঠে এসেছে বলে জানা গিয়েছে সিবিআই সূত্রে। বৃহস্পতিবার সকালেই তাঁর বাড়িতে পৌঁছে গিয়েছেন সিবিআই আধিকারিকরা। পাচার সংক্রান্ত আরও তথ্যের জন্য তল্লাশি চালানো হচ্ছে তাঁর বাড়ি।

অন্য দিকে, মঙ্গলবার সকালে ইসিএল-এর সাতগ্রাম এলাকার জেনারেল ম্যানেজার অভিজিৎ মল্লিকের অফিসেও হানা দিয়েছেন সিবিআই আধিকারিকরা। কয়লা পাচার সংক্রান্ত একাধিক অভিযোগ রয়েছে এই এরিয়া অফিসের বিরুদ্ধে। ইসিএল-এর ওই আধিকারিকের বাড়ি আসানসোলের সুগম পার্ক এলাকায়। সেখানেও বৃহস্পতিবার পৌঁছে গিয়েছে সিবিআই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

CBI Asansol farakka Bengal Coal Scam
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE