আলোর উৎসবে নেমে এল অন্ধকার! কোল খালি এক মায়ের। সোমবার, কালীপুজোর দিনে মুর্শিদাবাদের ভরতপুর থানার রুহা ঘাটে মাছ ধরতে গিয়ে ময়ূরাক্ষী নদীতে তলিয়ে গেল শিশু। তার খোঁজে শুরু হয়েছে তল্লাশি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রুহা গ্রামে ময়ূরাক্ষী নদীর উপরে কোন স্থায়ী সেতু নেই। সোমবার সকালে বাঁশের সাঁকোর উপরে দাঁড়িয়ে মাছ ধরছিল বছর সাতেকের সূর্য মাঝি। তখনই পা পিছলে নদীতে পড়ে যায় সে। এমনটাই জানা গিয়েছে প্রত্যক্ষদর্শীদের সূত্রে।
স্থানীয় এক বাসিন্দা গনা বাগদী জানান, বাচ্চা ছেলেটি খেলার ছলে ছিপ নিয়ে সাঁকোর উপরে দাঁড়িয়ে মাছ ধরছিল। খেলতে গিয়েই জলে পড়ে যায়। তার পরে আর কোনও হদিস নেই তাঁর। উৎসবের মাঝেই শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে।
আরও পড়ুন:
নিখোঁজ শিশুকে উদ্ধারে নেমেছে সিভিল ডিফেন্সের কর্মীরা। যদিও এখনও তার খোঁজ মেলেনি। নদীর তীরে দাঁড়িয়ে রয়েছে শিশুটির পরিজন এবং প্রতিবেশীরা।