Advertisement
১১ মে ২০২৪
Adhir Chowdhry

Berhampore Murder: বহরমপুরে কলেজ ছাত্রী খুন, শহরে মিছিল করল কংগ্রেস-সিপিএম

মঙ্গলবার সকালে বহরমপুর শহরে মিছিল করে সিপিএম। এর পর সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ মোমবাতি মিছিল করে কংগ্রেস।

মিছিলে অধীর চৌধুরী

মিছিলে অধীর চৌধুরী নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
বহরমপুর শেষ আপডেট: ০৩ মে ২০২২ ১৯:৪১
Share: Save:

সোমবার ভর সন্ধ্যায় এক কলেজ ছাত্রীকে নৃশংস ভাবে খুন করা হয়েছে। এই ঘটনায় রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে বহরমপুরে মিছিল করল কংগ্রেস-সিপিএম।

মঙ্গলবার সকালে বহরমপুর শহরে মিছিল করে সিপিএম। এর পর সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ মোমবাতি মিছিল করে কংগ্রেস। যে মিছিলের নেতৃত্বে ছিলেন বহরমপুরের সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

প্রদেশ সভাপতি বলেন, ‘‘বংলায় নারী নিরাপত্তা প্রশ্নের মুখে চলে গিয়েছে। এই ঘটনার পর ছাত্রীরা মেস ছেড়ে চলে যাচ্ছেন। বহরপুরবাসী হিসাবে এটা আমরা মানতে পারছি না।’’ তাঁর আভিযোগ, ‘‘স্থানীয় কেউ সাহায্য না করলে এই ঘটনা ঘটতে পারে না। আমরা অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য পুলিশ প্রশাসনকে কড়া ব্যবস্থা নিতে হবে।’’

বহরপুর টাউন কংগ্রেসের উদ্যোগে সেই মিছিল ঘটনাস্থল গোরা বাজার-সহ একাধিক শহরের একাধিক এলাকায় ঘুরে বেড়ায়।
কলেজ পড়ুয়া খুনের ঘটনায় ধৃত সুশান্ত চৌধুরীকে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার বহরমপুর মহকুমা আদালতে পেশ করা হয় সুশান্তকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Adhir Chowdhry Congress
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE